আন্দোলনে মাঠে থাকলে ও মিডিয়ার চুলকানি , না থাকলে বলা হয় বিরোধীদলের আন্দোলনে জামায়াত শিবির অনুপস্থিত।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ অক্টোবর, ২০১৪, ০৩:০৫:১৪ দুপুর
বিনাভোটের ক্ষমতাসীন দের বিরুদ্ধে আন্দোলনে মাঠে থাকলে ও মিডিয়ার চুলকানি , না থাকলে বলা হবে বিরোধী দলের আন্দোলনে জামায়াত শিবির অনুপস্থিত।
মিডিয়ার প্রচারনার অবস্থা দেখলেই চুলকানোর প্রমান মিলে ।
মাঠ দখলে এগিয়ে জামায়াত-শিবির
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ২০ দলীয় জোটের জনসভাকে ঘিরে নীলফামারী পৌরসভা বড় মাঠে বাড়ছে বিএনপি-জামায়াতসহ জোটভুক্ত দলের নেতাকর্মীদের ভিড়। সভামঞ্চের সামনের অংশ দখলে এগিয়ে যাচ্ছে জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।
ধীরে ধীরে জনসভার মাঠে নীলফামারী জেলাসহ আশপাশের জেলাগুলো থেকে আসছে মানষের স্রোত। জোটনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ শুনতে বাড়ছে নেতাকর্মীসহ সাধারণ মানুষের আগ্রহ। আর এতে পিছিয়ে নেই নারীরাও। মঞ্চের অগ্রভাগে যেমন জামায়াত-শিবিরের সরব উপস্থিতি তেমনি রয়েছে নারীদেরও। যেন মঞ্চ থেকে সামনের অংশ জুড়ে জামায়াত-শিবিরের প্রচারণা ও স্লোগানের উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে।
পুরো মাঠ জুড়ে ছাত্রশিবিরের প্রচারণা তাদের দলীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবি নিয়ে। জনসভাস্থলের আকাশে-বাতাসে, ডানে-বামে সবদিকে ব্যানার ফেস্টুনে শোভা পাচ্ছে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেইন সাঈদীসহ আটক শীর্ষ নেতাদের বড় বড় ছবি দিয়ে তৈরি ব্যানার ফেস্টুন আর ভাসমান বেলুন।
http://www.banglamail24.com/news/2014/10/23/id/81525/
মিছিলের দখলে নীলফামারীর রাজপথ
খণ্ড খণ্ড মিছিলের দখলে নীলফামারীর রাজপথ। শহরের হাইস্কুল মাঠে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে ব্যানার ফেস্টুন, প্ল্যাকার্ড, গায়ে নানা রঙের গেঞ্জি ও মাথায় ক্যাপ।
মতিউর রহমান কলেজ রোড, আনন্দবাবু পুল রোড, গাছবাড়ি রোড, পানি উন্নয়ন বোর্ড রোড, সার্কিট হাউজ রোড দিয়ে আশপাশের জেলা থেকে সমাবেশে যোগ দিতে বিভিন্ন যানবাহনে নীলফামারীতে আসছেন নেতাকার্মীরা। তবে জেলা শহরের প্রবেশ পথে স্বেচ্ছাসেবকরা যানবাহন প্রবেশ করতে না দেয়ায় রাজপথ দখল করে মিছিল করতে করতে আসছে নেতাকর্মীরা।
ইতোমধ্যে নীলফামারী হাইস্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল মাঠে জড়ো হচ্ছে। স্কুলমাঠে তাদের উপস্থিতি লক্ষণীয়। তবে প্রচণ্ড রোদ থাকায় ২০ দলের নেতাকর্মীরা মাঠের আশপাশে ছায়ায় অবস্থান নিয়েছে।
মিথ্যাচার দেখুন ,
শিবির হটিয়ে মঞ্চের সামনে ছাত্রদল http://www.banglanews24.com/beta/fullnews/bn/334312.html
আওয়ামিলীগ ও বাম গেষা অনলাইন পত্রিকাটি লিখেছে শিবির দখল করেছে , অন্য দিকে আরেকটি
আওয়ামিলীগ ও বামগেষা অনলাইন পত্রিকা লিখেছে ঠিক উল্টো কথা। এই অনলাইনটি লিখেছে সবসময় জামায়াত শিবিরের উপস্থিতি থাকলেও এখানে তার ছিটে ফোটো ও নাই।
একই খবরের আরেকটি ছবিতে জামায়াত শিবিরের কর্মীদের উপস্থিতি সহ জামায়াত নেতাদের মুক্তি দাবির ছবি সহ
বিএনপির দলীয় কর্মীদের ব্যানার।
এই অনলাইনটি একই দিন আবার লিখেছে -- খালেদার সমাবেশে জামায়াত শিবিরের আধিপত্য।
খালেদার সমাবেশে জামায়াত-শিবিরের আধিপত্য
http://www.banglanews24.com/beta/fullnews/bn/334317.html
এবার পাঠক হিসাবে আপনারাই বলেন , এরা আসলে কি লিখে ? নিজেরা একবার বলছে জাময়াত শিবিরের ছিটে ফটো নাই , উপস্থিতি নাই। আবার তারা নিজেরাই লিখছে খালেদার সমাবেশে জামায়াত-শিবিরের আধিপত্য।
বিষয়: বিবিধ
১৯৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওদের মাথা এখন ঠিক নাই...
সবাই গেছে পাগল হইয়া...
মন্তব্য করতে লগইন করুন