পরাজিত বর্বরতা , বিজয়ী হামাস
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ আগস্ট, ২০১৪, ১১:১৩:৪১ রাত
বিশ্বের সবচেয়ে দামী মরনাস্ত্র নিয়ে জাপিয়ে পড়েছিল নিরীহ ফিলিস্তিনিদের উপর। জবাবে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা হাতে তৈরী এবং কিছু উন্নত অস্ত্র নিয়ে ইসরাইলি বাহিনীকে আত্ম সমর্পনে বাধ্য করে।
ইসরাইল স্বীকার করেছে সীমান্তে অবরোধ তুলে নিবে। এবং নির্মান সামগ্রী , জরুরি সেবা আসতে বাধা দেবে না।
বহু চাপ , বহু অস্ত্রের হুমকিতে পিছপা হয়নি হামাস। বরং হামাসের পক্ষে এখন ফিলিস্তিনের জনগণ।
সারা বিশ্বে ইসরাইলি পণ্য বয়কটের ফলে ইসরাইলি অর্থনীতির বেহাল অবস্থা। ইসরাইলি বাহিনীর গণ হত্যার প্রতিবাদে সারা বিশ্ব এখন ফিলিস্তিনের স্বাধীনতা ও অবরোধ তুলে নিতে দাবি তুলেছে।
অপরদিকে হামাসের নতুন নীতি ও পরিকল্পনা - ইসরাইল যাতে স্থল অভিযান চালাতে না পারে সেই জন্য সীমান্তে হামাসের সৈন্য দের নিয়মত পাহারা থাকবে।
হামাসের প্রধান শর্ত মেনে নিয়ে বর্বর ইসরাইল গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি মেনে নেয়ায় গত ৫০ দিনের অসম যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হয়েছে। মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবে গাজার প্রধান ক্রসিং পয়েন্টগুলো খুলে দেয়ার কথা বলা হয়েছিল। সেটা মেনে নিতে বাধ্য হয় ইসরাইল। বিভিন্ন শহরের মসজিদের মাইক থেকে 'আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানানো হয়।
গত ৫০ দিনে তান্ডব চালিয়েছে ইসরাইল।
ইসরাইল যুদ্ধবিরতি মেনে নিয়ে অফিসিয়াল বিবৃতি দিয়েছে-
"responded positively" to Egypt's call for an open-ended cease-fire."Israel has accepted an Egyptian proposal for a complete and unlimited-in-time ceasefire. Egyptian state media reported the cease-fire was to begin at 7 p.m. local time (1600 GMT).
হামাসের কাছে নতিস্বীকার হতে হয়েছে বর্বর ইসরাইলি বাহিনী।
গ্রিনিচমান সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মিশরের রাজধানী কায়রো থেকে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার খবর গাজা উপত্যকায় পৌঁছার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে।
ঐতিহাসিক বিজয়। ইসরাইলি বাহিনীর পরাজয়ের খবর পেয়ে বিকেলেই মানুষ ফিলিস্তিনের রাস্তায় নেমে আসে। কারণ বছরের পর বছর ইসরাইলিরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিচ্ছিল না। এবার হামাসের তীব্র প্রতিরোধে এবং ফিলিস্তিনি যোগ্য নেতাদের সাহসী ভূমিকায় অবশেষে চুক্তিতে স্বাক্ষর করলো ইসরাইল ।
বিকেলেই মানুষ ফিলিস্তিনের রাস্তায় শেষের ছবি গুলো রাতের
একজন আহত ফিলিস্তিনি বিজয় মিছিলে
অনেকে আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করেন। গাজা উপত্যকার গাজা শহরের পাশাপাশি খান ইউনিস, জাবালিয়া ও রাফাহসহ সব শহরের রাস্তায় ফিলিস্তিনিদেরকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। আল্লাহ আকবার ধবনিতে ফিলিস্তিনের রাজপথ মুখরিত।
হতাহতের হিসাব
(ফিলিস্তিনের মুক্ত গাজা থেকে - ২৬ আগস্ট ২০১৪)
বিষয়: বিবিধ
২২২০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://bangla.irib.ir/2010-04-21-08-08-01/2011-01-04-09-08-49/item/65281-গাজায়-স্থায়ী-যুদ্ধবিরতি-ইসরাইলের-বিরুদ্ধে-হামাসের-বিজয়
এমন আরো নতুন নতুন বিজয় মুসলমানদের কাপালে ভবিষ্যতে আরও আছে।
এমন আরো নতুন নতুন বিজয় মুসলমানদের কাপালে ভবিষ্যতে আরও আছে।
আল্লাহতায়ালা শহীদ-গাজী-আহত-শোকাহত এবং সমব্যথীদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করুন
এবং
গাজাকে কিয়ামত পর্যন্ত মুমিনের অনুপ্রেরণার উদাহরণ হিসেবে কবুল করুন(আমীন)
মন্তব্য করতে লগইন করুন