পতিতালয়ের পক্ষে আওয়ামিলীগ। পতিতা উচ্ছেদকারীদের শিরশ্ছেদ করতে হবে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২২ জুলাই, ২০১৪, ০৫:২৮:৩৪ বিকাল



পতিতা উচ্ছেদকারীদের শিরশ্ছেদ করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

টাঙ্গাইলের যৌনপল্লী যেসব মাওলানা উচ্ছেদ করেছেন তাদের সৌদি আরবের আইনে শিরশ্ছেদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভিক্ষুক পুনর্বাসন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি টাঙ্গাইল শহরে প্রায় দুইশ বছরের পুরোনো একটি যৌনপল্লী উচ্ছেদ করেন স্থানীয় জনতা ও ধর্মপ্রাণ মুসলমানেরা।

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা নিয়ে মিডিয়া অনেক বাড়াবাড়ি করেছে। এজন্য মিডিয়া নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন আইন করছে।’

http://www.rtnn.net/bangla/newsprint/page/86225



বিষয়: বিবিধ

১৮৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247230
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
হতভাগা লিখেছেন : যে যেখান থেকে এসেছে তার ফেভারে সে কথা বলবেই । পতিতাদের কল্যানের মাধ্যমে তিনি সমাজকল্যান করতে চান ।
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
191972
দিশারি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
247285
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সে একজন অবৈধ এ জন্য অবৈধদের পক্ষে কথা বলে
247347
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৬
শেখের পোলা লিখেছেন : হয়তো ঐ মন্ত্রী পরিবারের মহীলাদেরও আয় রোজগারে ভাঁটা পড়েছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File