বীরের মতোই বিদায় আলজেরিয়ার ‍॥ হারের জন্য রোজা দায়ী নয়’-আলজেরিয়ার গোলরক্ষক রাইস এমবলহি

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ জুলাই, ২০১৪, ০১:৫৩:২৩ রাত



ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে আসা আলজেরিয়া বিশ্বকাপ থেকে বীরের মতোই বিদায় নিল। অতিরিক্ত সময়ের খেলায় জার্মানির কাছে ২-১ গোলে হারলেও তারা জিতে নিয়েছে কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়। জার্মানির মত একটি শক্তি শালী দলের সাথে বীরের মত শেষ মিনিট পর্যন্ত খুব সুন্দর ও পরিষ্কার খেলা উপহার দিয়েছে।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজেদের সেরা খেলাটা তারা জার্মানির বিপক্ষে খেলেছে।

ঘাম ঝরিয়ে আলজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানি।

প্রথমার্ধের খেলায় গোল পায়নি কোনো দলই। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই। তবে আক্রমণের দিক দিয়ে জার্মানির চেয়ে এগিয়ে ছিল আলজেরিয়া। মুসলিম দেশ হওয়ায় আলজেরিয়ার অধিকাংশ খেলোয়াড় রোজা রেখেই মাঠে নামেন। কিন্তু রোজার কোনো প্রভাব তাদের ওপর পড়েনি। বরং রোজা রেখে তারা আরো ভালো খেলছে।অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে আবদেলমোমিনি গোল করে ব্যবধান কমালেও সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

আলজেরিয়ার মুসলিম খেলোয়াড়দের অধিকাংশ খেলোয়াড় রোজা রেখেই এদিন মাঠে নামেন। ৯০ মিনিটের এ ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিটে ২-১ গোলে হারে আলজেরিয়া। এই হারের পর অনেকে আলজেরিয়ার খেলোয়াড়দের রোজা রাখাকে দায়ী করেছেন। কিন্তু সেটা মানতে নারাজ আলজেরিয়ার গোলরক্ষক রাইস এমবলহি। খেলা শেষে বিদেশী কয়েকটি সংবাদ মাধ্যমে সাক্ষাত কারে অমায়িক ভাবে নিজের অবস্থান , দলের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরেন। ম্যাচসেরা এ খেলোয়াড় বলেন, ‘রোজা রাখার কারণে আমরা হেরেছি- এটা ঠিক নয়। আমরা অনেক আগে থেকেই রোজা রেখে খেলার জন্য প্রস্তুত ছিলাম। রোজা থেকে খেলে মাঠে আমাদের ওপর কোন প্রভাবই পড়েনি। বরং কেউ ভাবতে পারেনি আমরা এতো ভাল করবো।’ খেলোয়াড়রা শারীরিকভাব ফিট ছিল দাবি করে তিনি বলেন, ‘শারীরিকভাবে এদিন আমরা কেউ ভেঙে পড়িনি। প্রত্যেকেই ফিট ছিল। তবে কথা হলো- দুর্ভাগ্যক্রমে আমরা শেষ মুহূর্তে দু’টি গোল খেয়ে হেরেছি।’ খেলোয়াড়দের রোজা রাখা নিয়ে রাইস এমবলহি বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যপার। আল্লাহ এবং আমাদের মধ্যে এটা নিয়ে বোঝাপড়া হবে। আমি এ বিষয়ে আপনাকে কোন উত্তর দিতে পারবো না। রমজানে রোজা রাখা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার।

বিষয়: বিবিধ

১৮৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240780
০২ জুলাই ২০১৪ রাত ০৩:০৪
ভিশু লিখেছেন : ভালো...Happy Good Luck
০২ জুলাই ২০১৪ রাত ০৮:০৬
187093
মাহফুজ মুহন লিখেছেন : ধন্যবাদ
240908
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রেফারি সাহেবেরও ভাল সহায়তা ছিল!!
প্রথম মন্তব্যটি মুছে দিলে ভাল হয়।
০২ জুলাই ২০১৪ রাত ০৮:০৬
187091
মাহফুজ মুহন লিখেছেন :
যুক্তি নাই , এরা বিবেকহীন। সব কিছুতে ২ পা বিশিষ্ট প্রাণীর মত আচরণ করে , তাই প্রথমমন্তব্যটি মুছে দিলাম।
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File