মাত্র ৫ বছরে ৬৪১৩ বেওয়ারিশ লাশ দাফন। বেওয়ারিশ লাশ বেড়েই চলছে।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১০ জুন, ২০১৪, ১২:৩২:৪৩ দুপুর
বাড়ছে পরিচয়হীন লাশের সংখ্যা। গত পাঁচ বছরে শুধু আঞ্জুমানে মুফিদুল ইসলামই অজ্ঞাত হিসেবে ৬৪১৩ জনের লাশ দাফন করেছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় এসব লাশ বেওয়ারিশ হিসেবে উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় না পেয়ে তা আঞ্জুমানে হস্তান্তর করা হয়। গত পাঁচ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক বেওয়ারিশ লাশ পাওয়া গেছে গত বছর।
পরিচয়হীন এসব লাশ দাফন করা হয় জুরাইন ও আজিমপুর কবরস্থানে।
আঞ্জুমানে মুফিদুল ইসলামের গত পাঁচ বছরের হিসাবে দেখা গেছে,
২০০৯ সালের
জানুয়ারি মাসে ১৭২, ফেব্রুয়ারিতে ১৮২, মার্চে ২০৮, এপ্রিলে ১৬৯, মে মাসে ১৮৮, জুনে ১৭২, জুলাইয়ে ১৪৫, আগস্টে ১৩৯, সেপ্টেম্বরে ১৮২, অক্টোবরে ১৫৯, নভেম্বরে ১১৬ ও ডিসেম্বরে ১৪৯টি সহ ওই বছরে ১৯৮১টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়।
২০১০ সালের
জানুয়ারিতে ১৩৭, ফেব্রুয়ারিতে ১৪৮, মার্চে ১২৯, এপ্রিলে ১২২, মে মাসে ১০২, জুনে ৬৮, জুলাইয়ে ৫০, আগস্টে ৮৪, সেপ্টেম্বরে ৮৬, অক্টোবরে ১০৭, নভেম্বরে ১০১, ডিসেম্বরে ৭০টি লাশসহ ওই বছরে ১২০৪টি লাশ দাফন করে আঞ্জুমানে মুফিদুল ইসলাম।
২০১১ সালের
জানুয়ারিতে ৮৮, ফেব্রুয়ারিতে ৮৮, মার্চে ৯০, এপ্রিলে ৮৬, মে মাসে ১০৭, জুনে ৯৮, জুলাইয়ে ১২৭, আগস্টে ১০৯, সেপ্টেম্বরে ১১১, অক্টোবরে ১০০, নভেম্বরে ১১২, ডিসেম্বরে ৭৬টিসহ ওই বছরে দাফনকৃত এসব লাশের সংখ্যা ১১৯২।
২০১২ সালের
জানুয়ারিতে ১১৫, ফেব্রুয়ারিতে ৮৩,মার্চে ৯৭, এপ্রিলে ৭৭, মে মাসে ৯০, জুনে ৮৪,জুলাইয়ে ১১৩,আগস্টে ১২৮,সেপ্টেম্বরে ১১০, অক্টোবরে ১১৫,
নভেম্বরে ১৪৫, ডিসেম্বরে ৯০টিসহ ওই বছর ১২৪৭টি লাশ দাফন করা হয়।
২০১৩ সালের
জানুয়ারি মাসে ৯২, ফেব্রুয়ারিতে ৮৫, মার্চে ৯০, এপ্রিলে ৭২, মে মাসে ৩৬৭, জুনে ৮৮, জুলাইয়ে ১১৩, আগস্টে ৯৯, সেপ্টেম্বরে ৮৯, অক্টোবরে ১৩৮, নভেম্বরে ১০২, ডিসেম্বরে ৯৫টিসহ গত বছর ১৪৩০টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়।
২০১৪ সালের
জানুয়ারি মাসে ১০৩, ফেব্রুয়ারিতে ১০৯, মার্চে ১১৯ এবং এপ্রিলে ১২০টি লাশ দাফন করা হয়।
বিষয়: বিবিধ
২০০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন