মানবাধিকার লঙ্ঘনের জোয়ারে ভেসে যাচ্ছে। মে মাসের প্রতিবেদন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ জুন, ২০১৪, ০৪:৪৮:৫০ বিকাল



প্রতিবেদনে আরও জানানো হয়, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। খুন-গুমের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। আইনের শাসনের দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।’

গত মে মাস -২০১৪

# মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১ হাজার ৭৪৬টি।

# অপহরণের শিকার হয়েছে ৪৪ জন।

# এরমধ্যে নিখোঁজ রয়েছে ৩৩ জন।

# রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ৩৫ জন।

# চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে ১০ রোগীর।

# প্রকাশ্যে দিবালোকে রাজপথে নৃশংসভাবে হত্যা ও পুড়িয়ে মারার মতো অপরাধ ।

# একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ১২ নারী ও ৩১ পুরুষের লাশ উদ্ধার হয়েছে।

# পুলিশ হেফাজতে ৫ জনের মৃত্যু হয়েছে।

# বিএসএফের গুলিতে ৪ জন নিহত ও ৩ জন আহত এবং আটক হয়েছে ৫ জন।

# সাংবাদিকের ওপর হামলায় আহত একজনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন।

# গণপিটুনীতে নিহত হয়েছে ৯ জন এবং ক্রসফায়ারে ৮ জন।

# ছিনতাইকারী, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে ৭৬ জন ও আহত হয়েছে ১১৯ জন।

# ১৫ শিশু এবং ১৭ নারী ধর্ষণের শিকার হয়েছে ।

# গণধর্ষণের শিকার হয়েছে ৮ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে পৃথক ঘটনায় মে মাসে মৃত্যু হয়েছে ৫২০ জনের এবং আহত হয়েছে ১১২৫ জন। এর মধ্যে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১১২ জন ও আহত হয়েছে ১৭৩ জন।

এছাড়া অন্যান্য দুর্ঘটনায় অপমৃত্যু হয়েছে ৭৯ জনের। এসময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সামাজিক সহিংসতায় ১০ জন নিহত ও ৫৪০ জন আহত হয়েছে। অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে গৃহকর্মীসহ ৯৪ জন। এরমধ্যে ৫৩ জনই মারা গেছে। বাকিরা ক্ষত চিহ্ন নিয়ে দুর্বিষহ জীবন পার করছে। এসিড সন্ত্রাসের শিকার হয়েছে তিনজন। একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ১২ নারী ও ৩১ পুরুষের লাশ উদ্ধার হয়েছে।

মে মাসে ১৫ শিশু এবং ১৭ নারী ধর্ষণের শিকার হয়েছে, যা গত মাসের তুলনায় বেশি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৮ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229636
০২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
হতভাগা লিখেছেন : এসব ঘটনা ঘটছে বলেই তো মানবাধিকার কর্মীরা কিছু কাজ যে করছে তা দেখাতে পারছে ।
তারা হাউকাউ বাঁধাতে পারে । সমস্যার সমাধান করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়াতে পারে না ।
০২ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
176334
মাজহার১৩ লিখেছেন : ধর্ষন কমানোর জন্য আমার পরামর্শ তেতুলতত্ব।
ভুমি সংক্রান্ত শত্রুতা হত্যা গুম কমাতে সকল ভুমির মালিকানা সরকারকে দেয়া উচিত। তাতে ভুমি দস্যুদের হাত থেকে দেশ রক্ষা পাবে।
০৪ জুন ২০১৪ রাত ১১:৩১
177446
মাহফুজ মুহন লিখেছেন : কিন্তু অধিকার লঙ্গনের বিরোদ্ধে নিরবতা চলছেই। মানবতার উপর আগ্রাসনের শেষ হচ্ছে না
229656
০২ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
ছিঁচকে চোর লিখেছেন : জনসংখ্যা কমানোর সহজ পদ্ধতি র‌্যাব। তারা আছে বলেই দেশটা বেঁচে আছে।
০৪ জুন ২০১৪ রাত ১১:৩২
177448
মাহফুজ মুহন লিখেছেন : এর নাম স্বাধীনতা !!!!
229737
০২ জুন ২০১৪ রাত ০৮:৩৫
ভিশু লিখেছেন : সাথে জুন মাসের সম্ভাব্য পরিসংখ্যান, পরিকল্পনা ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা দিলে আরো ভালো লাগতো!
০৪ জুন ২০১৪ রাত ১১:৩৩
177450
মাহফুজ মুহন লিখেছেন : চিত্রটা দিন দিন বাড়বেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File