মোদির জয়ে আনন্দিতরা মানসিক প্রতিবন্ধী - হাসানুল হক ইনু বলেছেন।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ মে, ২০১৪, ০৯:৫৭:১৬ সকাল



হাসানুল হক ইনু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের নির্বাচনী ফলাফল নিয়ে যারা আনন্দে আত্মহারা হচ্ছেন, তারা রাজনৈতিক অঙ্গনের মানসিক প্রতিবন্ধী। এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এদের থেকে দূরে থাকা উচিত।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

লোকসভা নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর শুক্রবার মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠান।



তাহলে তো ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা।রবিবার সকালে নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এদের থেকে দূরে থাকা উচিত। কি বলেন ?

শেখ হাসিনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। থেকে দূরে থাকা উচিত। মানসিক প্রতিবন্ধী বলেই দিলেন শেখ হাসিনার অতীত শত্রু এবং বর্তমানের অতি প্রিয় মানুষ ইনু।

বিষয়: বিবিধ

১৭৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223279
১৯ মে ২০১৪ সকাল ১০:১৬
আমি মুসাফির লিখেছেন : ইনু হলো পোষা কুত্তা সে যদি ঘেউ ঘেউ না করে তাহলে হাসিনা তাকে মন্ত্রী থেকে বাদ দিতে পারে ।
১৯ মে ২০১৪ সকাল ১০:৪৮
170680
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধুর মিয়া, কেডা কইছে ইনু পোষা কুত্তা? পোষা কুত্তা এমনভাবে ঘেউ ঘেউ করে? সে হলো একটা রাস্তার বেওয়ারিশ কুত্তা যারে জন্ম দিছে কুত্তা সম্প্রদায়ের কেউ না। নালা নর্দমার নিকৃষ্টতর এক খিনজীরের সাথে কুত্তির সহবাসের কারণে উনু কুত্তার জন্ম হইছে।
২০ মে ২০১৪ দুপুর ০২:১১
171042
মাহফুজ মুহন লিখেছেন : মন্ত্রী থেকে বাদ ?? সেটা হবে না , কারণ পালিত কুকুর কামড় দিলেও মেনেই নিতে হচ্ছে , কারণ গুম,খুনের পার্টনার তাই
223293
১৯ মে ২০১৪ সকাল ১০:৪৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ইনু! আসলেই একটা মাল।
২০ মে ২০১৪ দুপুর ০২:০৯
171039
মাহফুজ মুহন লিখেছেন : ইনু সেই অতীত থেকে এখনো একই চরিত্রে , তবে ভঙ্গি শুধু একটুই বদল
223308
১৯ মে ২০১৪ সকাল ১১:৩১
হতভাগা লিখেছেন : প্রধানমন্ত্রী তো অভিনন্দন জানিয়েছেন , এটা আনন্দিত না হলেও জানাতে হয় সৌজন্যতা বশতঃ ।

আর ইনু এটা ইঙ্গিত করেছেন বিএনপি জোটের প্রতিই ।

বিএনপি হল ইসলামপন্থী ও জামায়াত ঘেষা দল , আর বিজেপি হল কট্টর হিন্দুবাদী দল । একেবারে তেলে জলে অবস্থা ।

ভারতের দলগুলো একজন আরেকজনকে নিয়ে কিলাকিলি করলেও একটা বেসিক জিনিসে তারা একাট্টা , তা হলো বাংলাদেশকে শোষন করা ।

যেই আসুক না কেন বাংলাদেশের জন্য তাদের কাজই হল শোষন করা । কংগ্রেস মনে হয় বেটার ছিল না সেজন্য ভারতের জনগন বিজেপিকে এনেছে ।

সবকিছু তারা কংগ্রেসকে দিয়ে আদায় করেছে , কিন্তু দেশটাকে কব্জা করতে তো কংগ্রেস থাকলে হবে না ! কারণ এই কংগ্রেসই তো ৭১ সালে স্বাধীনতায় হেল্প করেছিল , তাদেরকে দিয়ে উল্টো কাজ করালে তো তা ঠিক খাপ খাবে না ।

আর বাংলাদেশকে ভারতের হাতে আগের চেয়েও বেশী শোষিত হতে দেওয়া কি বিএনপির পক্ষে সম্ভব হবে ?
২০ মে ২০১৪ দুপুর ০২:১২
171043
মাহফুজ মুহন লিখেছেন : ইনু উপর দিকে থু থু দিলেই তো তার মুখেই পড়ে
226319
২৬ মে ২০১৪ সকাল ০৯:২২
এম আর রাসেল লিখেছেন : নিজে কিছু না করে অন্যের উপর ভরসা করলে সেই কাজ বাস্তবায়ন হওয়া অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকে। অন্য দেশের নির্বাচিত প্রতিনিধিকে শুভেচ্ছা জানানো কূটনৈতিক শিষ্টাচারের একটি ব্যাপার মাত্র। কিন্তু তার উপর ভরসা করে দেশের শাসন ভার লাভ করার স্বপ্ন দেখা জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File