ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল যুবলীগ নেতার
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ মে, ২০১৪, ০৬:০৭:৫৯ সকাল
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনায় ছিলেন যুবলীগ নেতা আতাউর রহমান কামাল।তিনি ভালুকা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক।
৩০ এপ্রিল, ২০১৪ বুধবার দুপুর ১২টায় উত্তরায় র্যাব সদর দপ্তরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
See more at: http://www.sheershanews.com/2014/04/30/34914#sthash.HXv6csJD.dpuf
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুবলীগ নেতা আতাউর রহমান কামাল ওই ছিনতাইয়ে নেতৃত্ব দেন। আটক হওয়া অন্যরা হলেন মো. সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), আনোয়ার হোসেন (৪০), মো. বাছির উদ্দিন (২০), মো. ইউসুফ আলী (২০), মো. ইলিয়াস উদ্দিন (৩৪) ও আবু বকর সিদ্দিক (২৭)।
জঙ্গি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতা
: ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় কলকাঠি নেড়েছেন এক যুবলীগ নেতা। এ ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া ৮ জনের স্বীকারোক্তিতে এ তথ্য জানা গেছে।
- See more at: http://www.sheershanews.com/2014/04/30/34914#sthash.HXv6csJD.dpuf
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে ছিনতাই করে নিয়ে যায় জঙ্গিরা।
ওইদিন বিকেলেই টাঙ্গাইলের সখীপুর থেকে ছিনিয়ে নেয়া আসামিদের একজনকে আটক করে পুলিশ। পরদিন কথিত‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। বাকি দুই আসামির কোনো হদিস এখনো মেলেনি ।
যুবলীগ নেতার পরিকল্পনায় ত্রিশালে জঙ্গি ছিনতাই
স্টাফ রিপোর্টার | ১ মে ২০১৪, বৃহস্পতিবার,
http://mzamin.com/details.php?mzamin=MjE1MjU%3D&s=Mg%3D%3D#.U2FzRgk8bE8.facebook
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবি’র দুর্ধর্ষ তিন জঙ্গিকে ছিনতাই করা হয়েছে স্থানীয় যুবলীগের এক নেতার নির্দেশে। তিনি ভালুকা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামাল ওরফে যুবরাজ। জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক গ্রুপের মধ্যে একটি গ্রুপ তদারক করেন যুবলীগের এই নেতা।
এই খবরের আরো কিছু তথ্য -
ময়মনসিংহে জঙ্গি ছিনতাই
জঙ্গি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতা
ঢাকা, ৩০ এপ্রিল (জাস্ট নিউজ) : ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিসহ জেএমবি ৩ সদস্যদের ছিনিয়ে নেয়ার ঘটনায় নির্দেশ ছিল ভালুকা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের। বুধবার দুপুরে র্যাবের সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী কামাল হোসেন ওরফে সবুজ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব সদরদপ্তরে ছিনতাইকারী ।
যুবলীগ নেতার পরিকল্পনায় জঙ্গি ছিনতাই
(স্টাফ করেসপন্ডেন্ট, বাংলামেইল ২৪ডটকম)
ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ভালুকা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামাল ওরফে যুবরাজ। তার পরিকল্পনাতে জঙ্গি ছিনতাইয়ের অপারেশনে অংশ নেয় একটি গ্রুপ।
ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা
ছিল যুবলীগ নেতার
(নিজস্ব প্রতিবেদক নতুন বার্তা ডটকম)
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনায় ছিলেন যুবলীগ নেতা আতাউর রহমান কামাল।তিনি ভালুকা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক।
মনে আছে - জেএমবি’র প্রধান শায়েখ আব্দুর রহমানের কথা ?
শায়েখ আব্দুর রহমান ছিলেনি আওয়ামী সংসদ সদস্য মির্জা আযমের আপন ভগ্নিপতি।
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন