মুসলিমদের অশিক্ষিত ও অন্ধকারে রাখার নীল নকশা ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ এপ্রিল, ২০১৪, ০৩:১২:৪০ রাত



ভারতে মুসলিম শিক্ষার্থীরা বৈষম্যের শিকার:

ভারতে মুসলিম ছাত্র-ছাত্রীরা বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষাঙ্গনের প্রতিটি স্তরে মুসলিম শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারী বা সহপাঠীদের কাছে বৈষম্যের শিকার হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, মুসলিম শিশুদের সংখ্যালঘু ও নীচু জাতের আখ্যা দিয়ে অনেক শিক্ষকই সহপাঠীদের তাদের থেকে দূরে রাখে।

হিউম্যান রাইটস জানায়, ধর্মীয় কারণে বৈষম্যের শিকার অনেক শিশু স্কুল ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছে। কারণ তারা প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের কাছে নিয়মিত বৈষম্যের শিকার হওয়া থেকে পড়াশুনা ছেড়ে দেয়াই ভাল বলে মনে করে।

ভারতে মুসলিম শিক্ষার্থীরা বৈষম্যের শিকার উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)বলেছে - মুসলিম শিক্ষার্থী দের দিয়ে টয়লেট পরিষ্কার করতে বাধ্য করা হয়।



বৈষম্যের শিকার অধিকাংশ শিক্ষার্থীই মুসলমান, গরীব, বা আদিবাসী শ্রেণির । হিউম্যান রাইটসের এ প্রতিবেদনটি তৈরী করেছেন জয়শ্রী বাজোরিয়া।

এই বিষয়ে ইন্ডিয়া টাইমস -

http://timesofindia.indiatimes.com/india/Teachers-force-Muslim-lower-caste-students-to-clean-toilets-in-India-Report/articleshow/34076363.cms





কাশ্মির পত্রিকা -




In India’s Schools, Discrimination Drives Dropouts

the report says, and order them to perform unpleasant chores, like cleaning toilets.



http://blogs.wsj.com/indiarealtime/2014/04/22/in-indias-schools-discrimination-drives-dropouts/

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212072
২৩ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৩৫
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ভারতের দোষ কি! আমাদের দেশে একই দশা- মাদ্রাসার টয়লেট কে পরিস্কার করে? আমাদের দেশেও মাদ্রাসা ছাত্রদের মিসকিন-ভিক্ষুক ছাড়া আর কিছু বিবেচনা করা হয় না। মসজিদের ইমাম-মোয়াজ্জিন'রা ৩০০০/টাকা মাস বেতনের কাজ করে নিজেদের ধন্য মনে করে। তো????
212157
২৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতে মুসলিম শিক্ষার্থিদের বৈষম্য অনেক পুরান। এই নিয়ে কোন ব্যবস্থাই কখনও নেয়া হয়নি।
212506
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৫
কাঁচের বালি লিখেছেন : আগে ভারতে বেশী হতো এখন হয় তবে এবার বাংলাদেশ ও যুক্ত হয়েছে !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File