সুন্দরবন , নৌ ট্রানজিট , স্থল ট্রানজিট , করিডোর সব দেয়ার পর এখন সরাসরি বাংলাদেশের ভূমি দাবি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ এপ্রিল, ২০১৪, ০২:০৩:০৮ দুপুর
উগ্র হিন্দু রাজনৈতিক দল বিজেপি শীর্ষ নেতার যুক্তি হলো,
বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে। অন্যথায় এসব মুসলমানের সংস্থাপনের জন্য বাংলাদেশকে এক তৃতীয়াংশ ভূখণ্ড জমি ছাড়তে হবে ঢাকাকে।স্বামীর প্রস্তাব, খুলনা থেকে সিলেট অবধি সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ফেরত দিক বাংলাদেশ।
বিজেপি শীর্ষ নেতা সুব্রাক্ষণিয়ম স্বামীর বক্তব্য হলো, ধর্মের ভিত্তিতে দ্বিধাবিভক্ত হয়েছিল ভারত ভূখণ্ড। তাই পাকিস্তান বা অধুনা বাংলাদেশ থেকে এদেশে যেসব মুসলমান অনুপ্রবেশ করেছে তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে।শনিবার আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক সাময়িক প্রসঙ্গ এ খবর দিয়েছে।
বাংলাদেশের চেতনা বলতে কি আছে এবার বুজবে কি বাংলাদেশের জনগণ ?
‘একাত্তরের ১৬ই ডিসেম্বর জেনারেল ওসমানী কে বাদ দিয়ে ভারতের জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজির আত্মসমর্পণের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতাকে ছিনতাই করেছিল ভারত। সেই থেকে ভারতের আগ্রাসী ভূমিকা আজও অব্যাহত রয়েছে।
বিষয়: বিবিধ
২৩৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রায় তিন বছর আগে ভারত বলেছিল তিস্তা নদীর পানি বাটোয়ারার চুক্তি করবে বাংলাদেশের সাথে। সে চুক্তিতে সই করবেন বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় এসেছিলেন। মমতার দোহাই। কিন্তু সব ভুয়া , সব বানোয়াট। তিস্তা নদীর পানি চুক্তি হয়নি। এখন নতুন দাবি বাংলাদেশের ভূমি চায়। বিষয়টি নিয়ে ভাবতে হবে। কারণ এক সময় সিকিম ও ছিল এমন , এখন ভারতের অংশ। আমাদের প্রস্তুতি কি আছে ?
মন্তব্য করতে লগইন করুন