নির্দোষ প্রামণিত হবেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ এপ্রিল, ২০১৪, ০৩:১১:৪২ রাত
আমি সাঈদী নামে কোন রাজাকারকে চিনতাম না
আমি সাঈদী নামে কোন রাজাকারকে চিনতাম নাঃ
..............ব্যারিস্টার শাহজাহান( বীর উত্তম )
পিরোজপুরের মুক্তিবাহিনীর কমান্ডারকে জিজ্ঞাস করেছি তারা সাঈদীকে চিনত না একে।
বরিশালের কমান্ডার ছিলাম আমি॥ আমি সাঈদী নামে কোন রাজাকারকে চিনতাম না। মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর জিয়া উদ্দিন ( এখনো জীবিত ) তাকে ও জিজ্ঞাস করেছি তারা দেলাওয়ার হোসাইন সাঈদী নামে কোনো রাজাকারকে চিনতেন না। তখন এই নামে কোনো রাজাকার ছিল না ।
ভিডিও
http://www.youtube.com/watch?v=VlUhbOfKd-I&feature=share
পিরোজপুরের মুক্তিবাহিনীর কমান্ডারকে জিজ্ঞাস করেছি তারা সাঈদীকে চিনত না
ভিডিও
http://www.youtube.com/watch?v=-MeyfLeqGJ0
কেন এত চক্রান্ত সাঈদীর বিরুদ্ধে?
সাঈদীর বিরুদ্ধে কেন সাক্ষী হিসাবে আদালতে আনা হয়নি ?
মিথ্যা সাক্ষী দিতে রাজি হন নাই তাই তাদের আদালতে আনা হয় নি। সাক্ষীদের বক্তব্য বলেই যা আদালতে জমা দিয়েছে সরকার পক্ষ সেটা ভুয়া -
ভিডিও দেখুন -
http://www.youtube.com/watch?v=ZR03B2ZZiNI
মুক্তিযোদ্ধা শহীদূল ইসলাম খান সেলিমকে নির্যাতন, এবং তার বাড়িতে সাঈদী সাহেব পাক সেনাদের নিয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে।
কিন্তু সাক্ষাতকারে শহীদূল ইসলাম খান সেলিম জানান , তারা মুক্তিযুদ্ধের পূর্বেই তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং সাইদী সাহেব তাদের নির্যাতন করেননি।
সরকারী প্রসিকিউশন নির্লজ্জভাবে তার জবানবন্দীকে নিজেদের ইচ্ছামত মিথ্যা দিয়ে সাজিয়ে আদালতে উত্থাপন করেছে।
তাকে প্রশ্ন করা হয় : সাঈদী সাহেব কি আসলেই রাজাকার ছিলেন ?
মুক্তিযোদ্ধা সেলিম : না, সাঈদী সাহেব রাজাকার ছিলেন না
ভিডিও
https://www.youtube.com/watch?v=8b-xJvPZ1X0
তৃতীয় মাত্রায় - মুক্তিযোদ্ধা ডাক্তার জাফর উল্লাহ
১৯৭১ সালে দেলোয়ার হোসেন সাঈদীর গায়ে এক ফোটা কাদাও লাগেনি দেখুন
ভিডিও
https://www.youtube.com/watch?v=8YxhgmM1qFo
এই অভিযোগের বাদী মানিক পসারির ভাই চান মিয়া পসারিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। কিন্তু মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় লিখিত জবানবন্দী লিখে তার নামে জমা দেয় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।
অথচ চানমিয়া পসারি বললেন যে তার ভাই মানিক ৫ লক্ষ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য স্থানীয় এমপি আউয়ালের কথায় মিথ্যা বাদী হয়েছে।
তিনি বলেন তার ভাই মফিজুদ্দিন ও ইব্রাহিম ওরফে কুট্টিকে দানেশ মোল্লা, সেকেন্দার হাজী, মোসলেহ মাওলানা এবং মোমিন ধরে নিয়ে যায়, হত্যা, নির্যাতন ও আগুন দেয়। এর সাথে সাঈদীর কোন সম্পর্ক নেই।
এর মধ্যে মোসলেহ মাওলানা ও মোমিন জীবিত
ভিডিও
https://www.youtube.com/watch?v=QZhlmi_YCZ0
বিষয়: বিবিধ
৪২১১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন