বাংলাদেশের স্বাধীনতা তুমি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৫ মার্চ, ২০১৪, ১১:০৭:৪২ রাত
স্বাধীনতা তুমি
বিনা ভোটে নির্বাচিত সংসদ।
স্বাধীনতা তুমি
শাপলা চত্ত্বরে হাজার নিরীহ লাশ।
স্বাধীনতা তুমি
কুইক রেন্টালের নামে রক্ত চুষে নেয়া।
স্বাধীনতা তুমি
৭ মার্চের ভাষণের শেষে জিয়ে পাকিস্তান ।
স্বাধীনতা তুমি
পিলখানায় বিডিআর গণহত্যা।
স্বাধীনতা তুমি
সীমান্তে বিএসএফের হাতে প্রতিদিন খুন ।
স্বাধীনতা তুমি
পদ্মাসেতুর দেশপ্রেমিক সনদ পত্র।
স্বাধীনতা তুমি
নদী নালায় , জংগলে বেওয়ারিশ লাশের স্তুপ।
স্বাধীনতা তুমি
হলমার্কের শত কোটি টাকা লুটপাট।
স্বাধীনতা তুমি
ঘরে ঘরে চাকুরীর বদলে লাশ।
স্বাধীনতা তুমি
ধর্ষণের সেঞ্চুরীর মিষ্টি বিতরণ।
স্বাধীনতা তুমি
শেয়ারবাজার লুটপাটের চিত্র ।
স্বাধীনতা তুমি
ব্যাংক থেকে চেতনার নামে লুটপাট ।
স্বাধীনতা তুমি
ক্ষমতার দাদা বাবুর কাছে নতজানু।
যে বিষয় নিয়ে তথ্য খুজবেন , তার জবাব এই প্রমান -
বিষয়: বিবিধ
৩০৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাধীনতা তুমি
নদী নালায় , জংগলে বেওয়ারিশ লাশের স্তুপ।
মন্তব্য করতে লগইন করুন