আইসিসি টি-২০ বিশ্বকাপ। সেলিব্রেশন কনসার্ট না উদ্বোধন?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৩ মার্চ, ২০১৪, ১০:০২:২২ রাত



আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেলিব্রেশন কনসার্ট না উদ্বোধন? সব কিছু লেজে গোবরে। প্রশ্ন গুলো সামনে নিয়ে এসেছে মিডিয়া। যুক্তি ও আছে।

যেমন -

(১)আইসিসির বিশ্বকাপ। অথচ মঞ্চে নেই আইসিসির কোনো কর্মকর্তা, নেই কোনো দেশের ক্রিকেট দলের কোনো সদস্য বা বোর্ডের কর্মকর্তা। অথচ প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে নিয়ে কনসার্টে এসে বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করলেন! তারপর যথরীতি আতশবাজি উড়ানো হলো, সিডিউল মতো অস্কারজয়ী সংগীতায়োজক এ আর রহমান মঞ্চ মাতালেন। এরপর একে একে আরো শিল্পী মঞ্চে এসে নেচে গেয়ে দর্শকদের বিনোদিত করলেন। কিন্তু এটা বিসিবির কনসার্ট নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান তা কারো কাছে পরিষ্কার হলো না।

এ ব্যাপারে বিসিবি কর্মকর্তারাও কোনো ব্যাখ্যা দিলেন না। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে এর ব্যাখ্যা চাইতে গেলে তিনিও এড়িয়ে গেলেন।



(২)আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লুকোচুরি খেলেন মিডিয়ার সঙ্গে। উদ্ধোধনী অনুষ্ঠানের কয়েক মিনিট আগেই বিসিবির কর্মকর্তারা জানিয়ে আসছে এ অনুষ্ঠান বিসিবি একক আয়োজন। এর নাম বিসিবি সেলিব্রেশন কনসার্ট। যদি তাই হয় তাহলে প্রধান মন্ত্রী কিভাবে বিশ্বকাপের উদ্ধোধনী ঘোষণা করলেন?।



মাঠে প্রবেশ করে দেখা গেল এ যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের পারিবারিক অনুষ্ঠান।

অবশ্য এতো বড় অনুষ্ঠানে সবাই নিজের পরিবারকে সঙ্গে নিয়েই আনন্দ করবে এতে দোষের কিছু নয়। তবে অনুষ্ঠানের খবর যদি মিডিয়াতে প্রকাশ না হয় তাহলে প্রশ্ন উঠতেই পারে কোটি কোটি টাকার অনুষ্ঠান কাদের জন্য আয়োজন?। এমন কি ফটো সাংবাদিকদেরও মাঠে প্রবেশ করতে দেয়া হয়নি অনুষ্ঠানের ছবি তোলার জন্য। অবশেষে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা করার পর গ্যালারি থেকে তাদের ছবি তোলার ব্যবস্থা করে দেয়া হয়।

এতো গেল ফটোসাংবাদিকদের কথা। পত্রিকায় নিউজ লেখার রিপোর্টারদের জন্য কোনো ব্যবস্থাই করেনি বিসিবি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিয়মিত প্রেসবক্সেও সাংবাদিকদের জন্য বসার কোনো ব্যবস্থা করা হয়নি। তাহলে নিউজ লেখবে কোথায়?। বিসিবি নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী তো সরাসরি বলেই দিলেন, ‘এ অনুষ্ঠানে নিউজ করার কিছুই নেই। আপনাদের জন্য গ্যালারিতে বসার ব্যাস্থা করা হয়ছে সেখানেই বসতে হবে।’

তারপরও মিডিয়াকর্মীদের জন্য বসার কোনো ব্যবস্থা করা হয়নি। পরে সাংবাদিকরা যে যার মতো করেই বসার ব্যবস্থা করেই নিউজ করতে থাকেন। এরপর অনুষ্ঠান শুরু হয় কিছু দেরিতে।



(৩) প্রায় ২০ কোটি টাকা খরচে এ অনুষ্ঠানের খরচ নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) সঠিক কোন তথ্য দিচ্ছে না সংবাদ কর্মীদের। শুধু তাই নয়, বিসিবির কর্মকর্তাদের পরিবার ও নিজেদের লোকদের জন্যই এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেলিব্রেশন কনসার্টের সংবাদ পরিবেশনে নিয়োজিত সংবাদ কর্মীদের আসনের কোন ব্যবস্থা রাখেনি বিসিবি। সাধারণ দর্শকদের মতোই টিকেট নিয়ে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাঠে প্রবেশ করতে হয় সংবাদকর্মীদের। এ প্রসঙ্গে বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা বলেন,‘এখানে নিউজ করার কিছুই নেই। বসার জন্য যে টিকিট দেয়া হয়েছে সেখানেই বসতে হবে।’



বিষয়: বিবিধ

২২৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191932
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৩০
হতভাগা লিখেছেন : এটা ভারতীয় শিল্পীদের পরিবেশনায় কনসার্ট । কয়েকদিন পরে তারা সিঙ্গাপুরে পারফর্ম করতে যাবে । তার আগে ড্রেস রিহার্সেল হয়ে গেল ।

বাংলাদেশের আইকনিক শিল্পীরা কি পালাইছে না কি ?
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১০
145535
মাহফুজ মুহন লিখেছেন : এর পর ও ভারতের কাছে আত্ম সমর্পণ করে চেতনার বানিজ্য চলছে
191935
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৩৯
নীল জোছনা লিখেছেন : শিল্পী আইয়ুব বাচ্চুর অভিমান > হাততালি রেখে দিন পরবর্তীদের জন্য

বাংলা শিল্পীদের পর্দার আড়ালে রেখে ভারতীয় শিল্পীদের দিয়ে কনসার্ট করায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিল্পী আইয়ুব বাচ্চু। গান শেষে তাই তার অভিমানী সুর হাত তালিটা রেখে দিন পরবর্তীদের (ভারতীয় শিল্পী) জন্য।
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:০৯
145534
মাহফুজ মুহন লিখেছেন : বাংলাদেশের অনুষ্ঠান কিন্তু ভারতের মে হু না প্রচারণা
191946
১৩ মার্চ ২০১৪ রাত ১১:২৪
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : জয় হিন্দ.....ফাক দে ইন্ডিয়া.....
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
145536
মাহফুজ মুহন লিখেছেন : বাংলাদেশের এফ ডিসির মহাপরিচালক পিযুষ - ইউটুবে বলে বলো বন্দে মাতরম
191985
১৪ মার্চ ২০১৪ রাত ০১:৪০
কাঁচের বালি লিখেছেন : দেশের শিল্পীদের অপমান করেছে হাসিনা । হাসিনা তুই ভারত যা । দেশের মানুষের মুক্তি দে !
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
145537
মাহফুজ মুহন লিখেছেন : হবে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File