"হাত-পা কাটা হবে "- শেখ সেলিমের হুমকি।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ মার্চ, ২০১৪, ০৭:৪৮:২০ সন্ধ্যা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে। আন্দোলনের নামে দেশে অনেক সহিংসতা-নাশকতা হয়েছে। আর নয়। এখন প্রতিরোধ করা হবে।
০২ মার্চ, ২০১৪ রোববার তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ হুমকি দেন।
http://www.sheershanews.com/2014/03/02/27812#sthash.yE9F4mz2.dpuf
আওয়ামীলীগের কাউন্সিলে শেখ সেলিমের হুমকির পর বিরোধী দলের কোনো নেতা,কর্মীর উপর কসাইয়ের মত আচরণ করা হলে , তার ১০০ % ভাগ দায় নিতে হইবে আওয়ামীলীগের।
এত বড় অন্যায় হুমকির পর আইনত শেখ সেলিমকে গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে।
বিষয়: বিবিধ
২৩৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তেনাগো ভাষার যা অবষ্থা।
মন্তব্য করতে লগইন করুন