"হাত-পা কাটা হবে "- শেখ সেলিমের হুমকি।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ মার্চ, ২০১৪, ০৭:৪৮:২০ সন্ধ্যা



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে। আন্দোলনের নামে দেশে অনেক সহিংসতা-নাশকতা হয়েছে। আর নয়। এখন প্রতিরোধ করা হবে।

০২ মার্চ, ২০১৪ রোববার তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ হুমকি দেন।

http://www.sheershanews.com/2014/03/02/27812#sthash.yE9F4mz2.dpuf



আওয়ামীলীগের কাউন্সিলে শেখ সেলিমের হুমকির পর বিরোধী দলের কোনো নেতা,কর্মীর উপর কসাইয়ের মত আচরণ করা হলে , তার ১০০ % ভাগ দায় নিতে হইবে আওয়ামীলীগের।

এত বড় অন্যায় হুমকির পর আইনত শেখ সেলিমকে গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে।

বিষয়: বিবিধ

২৩৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185655
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
শেখের পোলা লিখেছেন : নিজেদের গুলো কেটেই তবে ময়দানে আসেন৷
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০০
137537
মাহফুজ মুহন লিখেছেন : উস্কানি দাতা হিসাবে তাকে জন নিরাপত্ত্বা আইনে র ধারায় মামলা কারা উচিত। আওয়ামিলিগ কি তাহলে আইনত মানুষের হাত পা কাটার লাইসেন্স নিয়েই নিলো ? আসল রূপ লোকাতে পারেনা মানুষ তার প্রমান বার বার এই আওয়ামিলিগ দিচ্ছে।
185657
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সংসদের ভেতর যার রাজনীতি সীমাবদ্ধ তার কথায় কিছু যায় আসেনা তবে ,সে যে সন্ত্রাসীর মত হুমকি দিয়েছে তার জন্য তাকে আইনের মাধ্যমে সাজা দিতে হবে।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
137536
মাহফুজ মুহন লিখেছেন : দেশে আইন থাকলে এই মুহুর্তে শেখ সেলিমকে গ্রেফতার করতে হবে। কারণ জনগনের বিরোদ্ধে প্রাণঘাতী হুমকির কারণে তাকে সুন এরেস্ট আইন প্রযোজ্য।
185659
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
ভিশু লিখেছেন : জগৎ দেখুক, গুণ্ডা কাকে বলে!
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০১
137538
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামীলীগের নিজেরা কাটা কাটি করে , ধরা না পড়লে দোষ বিরোধী দলের উপর।
185665
০২ মার্চ ২০১৪ রাত ০৮:১০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরাতো কসাই হাত পা কাটবে নাতে বসে থাকবে নাকি?
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৮
137978
মাহফুজ মুহন লিখেছেন : তাহলেই আওয়ামীলীগের এমপিরা কসাই হয়ে গেল
185731
০২ মার্চ ২০১৪ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আর কিছূ কাটার কথা বলে নাই এটাই তো ভাইগ্য ভাল!
তেনাগো ভাষার যা অবষ্থা।
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৯
137979
মাহফুজ মুহন লিখেছেন : হুমকির আইনত দিক কি তাহলে প্রসাশন দেখবে না ?
185875
০৩ মার্চ ২০১৪ সকাল ০৬:০৬
কাঁচের বালি লিখেছেন : এরা নিজের মুখে চুরির কথা শিকার করে আবার বড় বড় বুলি দেই ! কি লজ্জার কথা । চোর!
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৯
137980
মাহফুজ মুহন লিখেছেন : এরাই এমন
185984
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:০০
সজল আহমেদ লিখেছেন : উনার তলায় সিরিজ কাগজ দিয়ে ডলা দেয়া উচিত্‍।
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:৩০
137981
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামীলীগের অতীতের কথাই মনে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File