উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা ১১৫ উপজেলায় কেন্দ্র দখলের উৎসব।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১৫:০৭ সন্ধ্যা



ব্যাপক অনিয়ম, জাল ভোট, কেন্দ্র দখল, নির্বাচন বর্জন ও স্থগিতের মধ্যে দিয়ে শেষ হলো দ্বিতীয় দফায় ১১৫ উপজেলার নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮টায় নির্বাচন শুরু হওয়ার পর ঘণ্টাখানের মধ্যে দেশের ১১৫ উপজেলার শত শত কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নেতা-কর্মীরা। বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের উপস্থিতিতেই আওয়ামী লীগ দলীয়রা ব্যাপক জালভোট দিয়েছে । কেন্দ্র দখল, জাল ভোট, কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বেশ কয়েকটি উপজেলায় নির্বাচন বর্জন করেছে ১৯ দল সমর্থিত প্রার্থীরা।

মাইক্রোবাসে করে আওয়ামী লীগ কর্মীরা সাদা পোষাকের পুলিশ পরিচয় দিয়ে বিরোধী দলের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকী দিচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে বিরোধী দলীয় সমর্থিত প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে।

১১৫ উপজেলায় কেন্দ্র দখলের প্রমান সহ পত্রিকার কার্টিং এবং লিংক সমূহ



























































[b]ভোট কেন্দ্রে আ'লীগ ক্যাডারদের ত্রাস


http://www.sheershanews.com/2014/02/27/27456#sthash.fX60iF0y.dpuf

উৎসব: তবে কেন্দ্র দখলের

অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০১৪,

পীরগঞ্জে ক্ষমতাসীনদের পরাজয়ের পরই খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে। প্রথম দফার ভোটের সঙ্গে মিলবেনা দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন। যেকোন মূল্যে প্রতিহত করা হবে বিএনপি-জামায়াত সমর্থকদের। বৃহস্পতিবার সকালে ১১৫টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পরপরই সে খবরের সত্যতা মিলতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় বিরোধী পক্ষের এজেন্টদেরকে বের করে দেয়া হচ্ছে ভোট গ্রহণের শুরুতেই। দেশের ৫২টি জেলার ১১৫টি উপজেলায় আজ সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। এরপরই আসতে থাকে এজেন্ট বের করে দেয়ার খবর।

http://mzamin.com/details.php?mzamin=MTI5NzQ=&s=MQ==

গোপালগঞ্জ কেন্দ্র দখলে বাধা দেয়ায় পুলিশকে প্রহার

http://mzamin.com/details.php?mzamin=MTI5ODA=&s=MQ==



বিষয়: বিবিধ

২৫৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184090
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাকশাল বলে কথা
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
136415
মাহফুজ মুহন লিখেছেন : ডিজিটাল বাকশালের নতুন চেহারা আর বাংলাদেশ দেখতে চায় না। মুক্তি চাই।
184097
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

জঙ্গি--লীগ = “ ভারতীয়-হিন্দুদের পা-চাটা দালালী ”




২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
136416
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামিলিগ ভোট হারলে কি করে তার নমুনা। এমন কি ১৯৭৩ এর নির্বাচনে এমন করেছিল আওয়ামিলিগ।
184107
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : প্রথমে হেরেই টের পেয়েছে৷ আর তাই এবার জেতার জন্য মরিয়া৷ এটাই ওদের চরিত্র৷
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৬
136417
মাহফুজ মুহন লিখেছেন : পুরাতন বোতলে নতুন কিছু , ডিজিটাল সিস্টেম।
184166
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
সালাহ খান লিখেছেন : এ আর এমন কি সব জোরে নেয়া উচিত ছিল । যেখানে সংসদ নির্বাচনেই নাটক করা হয়েছে সেখানে এটা আর তেমন ......
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৭
136418
মাহফুজ মুহন লিখেছেন : এর নাম আওয়ামিলীগ ?
184282
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০১
সজল আহমেদ লিখেছেন : কি বলব বলেন সবই সমান।যারাই ক্ষমতায় আসুক না কেন সবাই নিজদলকে উপরে রাখবেই।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৮
136419
মাহফুজ মুহন লিখেছেন : ভোটের মাধ্যমে ক্ষমতায় যাক , কিন্তু ব্যাপক অনিয়ম, সন্ত্রাস, সহিংসতা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, জালভোট, সংঘর্ষ ও কেন্দ্র দখলের মহোৎসবের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে মরিয়া !!!!
184506
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
চেয়ারম্যান লিখেছেন : অনেক দামী পোস্ট। প্রিয়তে রাখলাম
185877
০৩ মার্চ ২০১৪ সকাল ০৬:১৮
কাঁচের বালি লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ পোস্ট দেবার জন্য ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File