রাজাকার এখন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৯ জানুয়ারি, ২০১৪, ০২:৩১:৪১ দুপুর
তাজুল ইসলাম চৌধুরীর বিরূদ্ধে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ,নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বীর প্রতিক আব্দুল হাই ২০০৮ সালের ৭ই জানুয়ারী মুক্তিযোদ্ধা ডোমাস চন্দ্র ও আব্দুল করিমকে মোগলবাসা থেকে ধরে এনে হত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেন। কুড়িগ্রাম সদর থানার ডায়রী নম্বর-২৫৩। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর মোগলবাসা থেকে ঐ দুই মুক্তিযোদ্ধাকে তাজুল চৌধুরীর নেতৃত্বে ধরে আনা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া ১৯৭১ সালের ৯ই জুন তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কাঠালবাড়ী এলাকায় ৩৫ জন মানুষকে হত্যা ও বাড়িঘর পুরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান মন্ডলের ‘উত্তরের রণাঙ্গন’ গ্রন্থের ১৯৬ পৃষ্ঠায় এ ঘটনার বর্ননা রয়েছে।তাজুল ইসলাম চৌধুরীর বিরূদ্ধে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ,নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বীর প্রতিক আব্দুল হাই ২০০৮ সালের ৭ই জানুয়ারী মুক্তিযোদ্ধা ডোমাস চন্দ্র ও আব্দুল করিমকে মোগলবাসা থেকে ধরে এনে হত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেন। কুড়িগ্রাম সদর থানার ডায়রী নম্বর-২৫৩। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর মোগলবাসা থেকে ঐ দুই মুক্তিযোদ্ধাকে তাজুল চৌধুরীর নেতৃত্বে ধরে আনা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া ১৯৭১ সালের ৯ই জুন তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কাঠালবাড়ী এলাকায় ৩৫ জন মানুষকে হত্যা ও বাড়িঘর পুরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান মন্ডলের ‘উত্তরের রণাঙ্গন’ গ্রন্থের ১৯৬ পৃষ্ঠায় এ ঘটনার বর্ননা রয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু বলেন, তাজুল ইসলাম চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। কুড়িগ্রামের মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ এমন একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে সাংসদ হিসেবে মেনে নিতে পারছে না। একারণে এই প্রতিবাদের আয়োজন। কুড়িগ্রামে জাপার এমপি তাজুলকে অবাঞ্চিত ঘোষণা।
বীর প্রতিক আব্দুল হাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসাবে দাবি করলেও একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে পাতানো নির্বাচনের মাধ্যমে এমপি নির্বাচিত করে। এ ঘটনা কুড়িগ্রাম বাসীর সঙ্গে প্রতারণার সামিল।
সূত্র -
http://mzamin.com/details.php?mzamin=NjY3Ng%3D%3D&s=MQ%3D%3D
বিষয়: বিবিধ
২৫৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কতাডা কি ঠিক?
মন্তব্য করতে লগইন করুন