আদালত থেকে প্রেস ক্লাব। সুপ্রীম কোর্টে আগুন।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:৩০:১৩ বিকাল
এর পূর্বে আওয়ামীলীগের আইনজীবী প্রধান বিচার পতির অফিস ভাংচুর করেও এখন বিচারপতি।
গত ৩/৪ দিন বাংলাদেশের পতাকা তৈরী নিষিদ্ধ ছিল।আজ সর্বোচ্চ আদালতের উপর হামলা। আর কি বাকি আছে ?
২০০৬ সালে ও সুপ্রিমকোর্টে আওয়ামীলীগের হামলা, আগুন
সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের হামলা, আগুন
২৯ ডিসেম্বর ২০১৩, রবিবার,
সুপ্রিমকোর্টে একজন মহিলা আইনজীবীর উপর নারকীয় তান্ডব চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা -
সুপ্রিমকোর্টে আ.লীগের জঘন্যতম নারকীয় তাণ্ডব
http://a1news24.com/details.php?a1news=MTY2MTk%3D
সুপ্রিমকোর্টে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা পুলিশের সামনেই আদালতের ভেতর আইনজীবীদের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ তাদের বাধা না দিয়ে সহযোগতিা করে। হামলাকালে এডভোকেট সিমকি ইমাম ও রেহানা নামে দুই আইনজীবীকে বেধড়ক মারধরের শিকার ও লাঞ্ছিত করা হয়।
পরে কর্তব্যরত ফটো সাংবাদিকরা তাকে উদ্ধার করে অনত্র নিয়ে যায়।
সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের হামলা, আগুন
http://mzamin.com/details.php?mzamin=NDg5MA==&s=MQ==
সুপ্রিম কোর্টে আওয়ামী ক্যাডারদের হামলা
http://justnewsbd.com/details.php?jnewsbd=NTQxNTM=
পুলিশের সহযোগিতায় সুপ্রিমকোর্টে আওয়ামী লীগের সশস্ত্র হামলা ও তাণ্ডব -
http://www.sheershanews.com/2013/12/29/19414#sthash.BWMXESHM.dpuf
জাতীয় প্রেসক্লাবে আ.লীগের হামলা : নীরব দর্শকের ভূমিকায় পুলিশ
http://justnewsbd.com/details.php?jnewsbd=NTQxNDI=
পুলিশের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের হামলা
আওয়ামী লীগের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবে হামলা চালিয়েছে।
http://justnewsbd.com/details.php?jnewsbd=NTQxMzI=
বিষয়: বিবিধ
৩০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন