সারাদেশে কার গায়েবানা জানাজা দেখলাম ? একজন অপরাধী হলে তো এমন হবার কথা নয় ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৫:২৩ বিকাল

বাংলাদেশে এই প্রথম একজন মানুষের এক সাথে সারা দেশে গায়েবানা জানাজা বলে দিচ্ছে অনেক কিছু। প্রহসনের মাধ্যমে হত্যার প্রতিবাদ। একজন ভালো মানুষের প্রতি শ্রদ্ধা। এবং আগামী দিনের হুশিয়ারী। হয়ত আজ তারা এমন , কিন্তু এর পর যদি সারা দেশে এই সব জনতা এক সাথে রাজপথে নামে , তাহলে দেশ লন্ড ভন্ড হয়ে যাবে।

এর পর সারা দেশে গায়েবানা জানাজা - বিশ্বের একটি স্মরণীয় দিন।বাংলাদেশ , ভারত , পাকিস্তান , জাপান, অস্ট্রেলিয়া , সিঙ্গাপুর , মালয়েশিয়া, কাতার, আরব আমিরাত , সৌদি আরব , মিশর , ইরান , জাপান , কুয়েত সহ অন্তত ৪৭ টি দেশে কোটি মানুষের উপস্তিতিতে হয়ে গেল শহীদ কাদের মোল্লার গায়েবানা নামাজে জানাজা । এখন প্রস্তুত ইউরোপ , আমেরিকা ।সেই সাথে প্রচুর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । যুক্তরাজ্যের লন্ডন, লোটন,বার্মিংহাম শহরে নেয়া হয়েছে কয়েকটি জানাজা নামাজের প্রস্তুতি ।

হয়ত আরো বিভিন্ন দেশে হচ্ছে , হবে। এখনো জানি নাই। জাতির বিবেক কে একবার প্রশ্ন করুন - একজন অপরাধী হলে কি বিশ্বের সব দেশে এমন দৃশ্য হতো ? আর বাড়াবাড়ি করলে জনগণ বসে থাকবে না।































[img]http://www.bdtomorrow.com/blog/bloggeruplo

adedimage/muhon/1386932522.jpg[/img]



































































বিশেষ বিশেষ কিছু স্থানের উল্লেখ যোগ্য ছবি। এমন করে কয়েক হাজার স্থানে গায়েবানা জানাজা হয়েছে। প্রতিটি জেলা , উপজেলা , ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। তাই আর কোনো রায় কার্যকর করা হলে এই জনতার বিস্ফোরণ ঘটবে। বাংলাদেশের অবস্থা কি হবে সেটা অনুমান করা ও কঠিন হবে। কারণ জনতার উপস্তিতি তাই প্রমান করে। সেই সাথে প্রমানিত হলো লাখ লাখ মানুষ এই প্রহসন মূলক কাজের বিরোধিতা করছে।

(উল্লেখ - ব্লগে বেশি ছবি দেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয়না।)

বিষয়: বিবিধ

৩২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File