মিশরে ৭ কিশোরীসহ ২১ নারীর ১১ বছরের কারাদণ্ড দেয়া বন্দিদের হাতে গোলাপ ফুলের বিজয়ের নিদর্শন। বিজয় তো তাদের হবে , হয়ত একটু অপেক্ষা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৪:২৬:১৫ বিকাল
আদালতের ভিতরে বন্দী শিকলে তাদের হাতে গোলাপ ফুল।
সহমর্মিতা ও সমর্থন জানিয়ে এই উপহার হাতে দিলেন তাদের মঙ্গল কামী মিশরের জনতা। জেলের মধ্যে ও এই সব বোনদের নির্মল হাসি।
আদালতে চলছে বিচার কিন্তু সেই দিকে খেয়াল নেই বোনের। কারণ তারা জানেন পাতানো , তাবেদার আদালত মিথ্যা রায় দিচ্ছে। তাই ওই সব রায় শুনে কি হবে। বসে বসে পবিত্র কোরান পড়ছেন।
মিশরে ৭ কিশোরীসহ ২১ নারীর ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
কারণ এবং তাদের অপরাধ -
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়ায় সাত কিশোরীসহ ২১ নারীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি একটি আদালত ২৮ নভেম্বর,২০১৩। গত সেপ্টেম্বর মাসে আনেকজান্দ্রিয়ায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা।
মিশরে ৭ কিশোরীসহ ২১ নারীর ১১ বছরের কারাদণ্ড দেয়া বন্দিদের প্রতি জনতার ভালো বাসার চিত্র আদালত চত্তরে -
বন্দী এইসব বোনদের মুক্তির দাবিতে মিশরের রাজপথ এখন এই অবস্থায়-
মিসরে সাজাপ্রাপ্ত নারীদের প্রধান আইনজীবী গ্রেফতার
গত ২৮ নভেম্বর,২০১৩ বুধবার মিসরের আদালত ব্রাদারহুডের ২১ নারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আহমেদ আল হামরায়ি ওই মামলারই আইনজীবী ছিলেন। ২ ডিসেম্বর সোমবার ভোরে আলেকজান্দ্রিয়ার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনজীবীর সহকারীরা।
সহকারী আইনজীবীরা জানিয়েছেন, আমি তার গ্রেফতারের কারণ হিসেবে ২১ নারীর মামলা লড়া ছাড়া অন্য কোন কারণ দেখছিনা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ জাতীয় মামলা যারাই লড়বেন গ্রেফতার হবেন। তার পর ও তারা জনগনের অধিকার ও মানবাধিকার রক্ষার জন্যে আইনি লড়াই চালিয়ে যাবেন।
ভোটের অধিকার আদায় , নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুর্সির সমর্থকদের মিছিল আজ ও চলছে
সর্ব শেষ গত ৬ ডিসেম্বর ২০১৩ মিশরের রাজপথে সেনা বাহিনী বিরোধী মিছিল -
বিষয়: বিবিধ
২০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন