১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতকে ইসরাইল অস্ত্র সরবরাহ করে ...
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ নভেম্বর, ২০১৩, ১২:৪৪:৩৩ রাত
শুক্রবার গবেষক শ্রীনাথ রাঘবানের লেখা ‘১৯৭১ অ্যা গ্লোবাল হিস্টোরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ নামক বইটির তথ্য অনুসারে ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমস এ তথ্য প্রকাশ করে।
Israel helped India in 1971 war
Saikat Datta , Hindustan Times New Delhi, November 01, 2013
প্রতিবেদনে বলা হয়, রাঘবানের গবেষণায় উঠে এসেছে যে, ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডিএন চ্যাটার্জি ইসরাইল থেকে অস্ত্র পাওয়ার প্রক্রিয়াটি শুরু করেছিলেন।
লেখা একটি নোটের কথা উল্লেখ করা হয়। কিভাবে ইসরাইলি প্রশিক্ষকদের দ্বারা সেই অস্ত্র আকাশপথে পরিবহন করা হবে।
এবার আমাদের বাংলাদেশের স্বাধীনতা ভারতকে ইসরাইল অস্ত্র সরবরাহ করেছিল কি এমনি ?
এখন আমাদের বুকের উপর তাদের কামান সেই কারনেই ।
বিষয়: বিবিধ
৩২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন