বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপত্তি সত্ত্বেও আড়াই কোটি শিশুকে ১২ মার্চ ক্যাপসুল খাওয়ানো হয়। আবার একই কাজ হবে ৫ অক্টোবর
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২৯:২৫ সন্ধ্যা
বয়কট করুন - নিজের সন্তানকে জেনে শুনে হত্যা করবেন না।
৫ অক্টোবর ভিটামিন এ,
২১ নভেম্বর হাম,
২১ ডিসেম্বর পোলিও টিকা কর্মসূচি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদনহীন, বিতর্কিত প্রতিষ্ঠান অলিভ কোম্পানি থেকে গত বছরের সরবরাহ করা ওষুধই দেয়া হয়েছিলো । কৃমি নাশক ট্যাবলেট , ভিটামিন এ খেয়ে শত শত শিশু অসুস্থ হয়ে পড়েছিল। বেশ কয়েক টি শিশু মারা গিয়েছিল। মহামারীর মত দেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ শিশুদের ভর্তি করা হয়েছিল। আবার সেই শিশু হত্যা ?
শেষ পর্যন্ত আবার বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন হীন ভারতীয় প্রতিষ্ঠান অলিভ কোম্পানির সরবরাহ করা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
http://www.amardeshonline.com/pages/details/2013/09/24/217885#.UkGTJBDtpdh
বিগত -
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপত্তি সত্ত্বেও শিশুকে ১২ মার্চ ক্যাপসুল খাওয়ানো হয়।
ওই দিন এবং এর পর পর অনেক শিশু অসুস্থ হয় -
:""ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে সরকারের লুকোচুরি খেলা : বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপত্তি সত্ত্বেও আড়াই কোটি শিশুকে ১২ মার্চ ক্যাপসুল খাওয়ানো হবে"" - See more at: http://manobkantha.com/2013/03/09/111134.html#sthash.oQFQNDuc.dpuf
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন