লঞ্চে বিশেষ অঙ্গ দিয়ে গিটার বাজিয়েছেন আওয়ামী লীগ নেতা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:১১:৫৯ বিকাল
কি আর বলবো ?
একজন জন প্রতিনিধি , একজন নেতা হয়েও যা করলেন। .......
পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মদ পান করে লঞ্চে শরীরের সব পোশাক খুলে ফেলে দিগম্বর হয়ে বিশেষ অঙ্গ দিয়ে গিটার বাজিয়েছেন ।
প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে পটুয়াখালী জেলা আওয়ামী লীগর তৃণমূল নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর ২০১৩ ) রাতে আওয়ামী লীগের নেতা ফোরকান সিকদার এমভি সাত্তার খান লঞ্চের তৃতীয় তলায় ৩১ নম্বর ডাবল বেডের কেবিনে যাত্রী হন। এবং রাত ১০টার দিকে তিনি মদপান করে মাতলামি শুরু করেন। চলে রাত প্রায় দুটা পর্যন্ত।
বিস্তারিত - এই লিঙ্কে
http://www.natunbarta.com/outside-dhaka/2013/09/13/44741/d6ed753419881be2cf3bf67b67d6ead8
নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতার এমন অশোভন আচরণে পাশের কেবিনে অবস্থানরত মহিলা যাত্রীরা চরম বিরক্তি অনুভব করেন। কিন্তু তাকে নিবৃত করার সাহস ছিল না কারো। এমনকি ওই নেতা নগ্ন অবস্থায় পাশের মহিলা যাত্রীদের কেবিনের সামনে গিয়ে দরজায় কড়া নাড়েন।
বিষয়: বিবিধ
১৭০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন