আওয়ামী লীগ নেতা মাসুদ চেয়ারম্যান , একাই একশ

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩১ আগস্ট, ২০১৩, ১১:০২:৪০ সকাল

শুধু বাড়িতে আগুন লাগানো, ভাঙচুর, লুটপাটের ঘটনার হোতা নয়- টিআর, কাবিখা, কাবিটা এবং জিআর-এর মালামাল লুটপাটের হোতা ধুনটের আওয়ামী লীগ নেতা মাসুদ চেয়ারম্যান। দাম্ভিকতার সঙ্গেই তিনি বলে থাকেন, কিছুই হবে না আমার। আমার সঙ্গে সংসদ সদস্য রয়েছেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরই ধুনট উপজেলা সদরের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমানের আস্থাভাজন হয়ে পড়েন। সেই সুবাদে প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে অশালীন আচরণসহ তার দাপটে খোদ আওয়ামী লীগ নেতারাও অসহায়। কথায় কথায় তিনি বলে বেড়ান, সংসদ সদস্য আমার সঙ্গে আছে। তাই আর কারও থাকার প্রয়োজন নেই। এসব কারণেই মাসুদ চেয়ারম্যান হয়ে ওঠেন বেপরোয়া। থানা পুলিশও চাকরির ভয়ে তাকে ছুঁতে যায় না।

ক’দিন আগে ধুনট থানা থেকে কয়েক শ’ গজ দূরে কয়েকটি বাড়িতে রাতে অগ্নিসংযোগ করে তার দলবল নিয়ে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও বাধার সৃষ্টি করা হয়।

এতিমখানা নামে প্রতিষ্ঠান না থাকলেও ভুয়া ওই নামেও বরাদ্দ ,

এতিমদের খাবারের জন্য জি আর (সাধারণ রিলিফ) হিসেবে বরাদ্দ , হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বরাদ্দ , এই সব হজম করে মহা আরামে সেই

উপজেলা অফিসে নিয়ে গিয়ে ডিও লেটারে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে এই মাসুদ চেয়ারম্যান।

সূত্র - মানব জমিন ৩০ আগস্ট ২০১৩।

http://mzamin.com/details.php?nid=Njg4NzI=&ty=&s=19&c=

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File