এদের জঙ্গি বলা হবে না , কারণ এদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র আছে। ইসলামী বই নাই । চেতনা বলে একটা কথা আছে না !!!

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ আগস্ট, ২০১৩, ০৩:৩৩:৫১ রাত

বগুড়া শহর ছাত্রলীগের সভাপতির ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ ৬ ছাত্রলীগ ক্যাডারকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।

গতকাল বিকালে র্যাব সদস্যদের এক অভিযানে এসব ধারালো অস্ত্র উদ্ধার ও ৬ ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার করা হয়।



র্যাব সূত্রে জানা গেছে, গতকাল ২৬ আগস্ট ২০১৩ বিকালে র্যাব-১২ সদস্যরা বগুড়া কোম্পানির সদস্যরা শহরের সবুজবাগ এলাকায় শহর ছাত্রলীগের সভাপতি জুলফিকার রহমানের মালিকানাধীন ছাত্রাবাসে এ অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমাণ চাপাতি, রামদা, চাকু, লোহার রড উদ্ধার এবং ছাত্রলীগ ক্যাডার মানিক, এমরান, মাববুব, সাগর, পিন্টু ও হাসানকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।

র্যাবের স্কট কমান্ডার এসএম আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ রাবেয়া স্কুলের পাশে ছাত্রলীগ নেতা জুলফিকার রহমান শান্তর মালিকানাধীন ছাত্রাবাসে অভিযান চালান।

খবরের সূত্র - http://www.amardeshonline.com/pages/details/2013/08/27/213871#.Uhu1-z_tpdh

বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File