প্রতিবন্ধি কে হত্যা , আমরা চুপ কারণ কি ? মনে হচ্ছে সেটাই একটা চেতনা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৫ আগস্ট, ২০১৩, ০৫:৫৮:৪৬ বিকাল
১৩ আগস্ট রাত দশটার দিকে সাভার উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম ফয়সাল এবং যুগ্ম আহবায়ক কামরুল হাসান জনি শামীমকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসা নেওয়ার পর ১৭ আগস্ট শনিবার ভোরে মারা যান শামীম
সাভারে শারীরিক প্রতিবন্ধী শামীমের হত্যাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
রোববার সকাল ১১টায় সাভার উপজেলা এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=96c7f407a9ef7dbb777f51f2c2e95408&nttl=20130825021654219413
আমাদের মানবাধিকার কমিশন মানে কি রাজনীতি নিয়ে কাজ ?
সুশীলরা কি তাহলে চেতনার কালো কাপড়ের মোড়ানো ?
বিষয়: বিবিধ
১৭৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন