আপনি অতি আধুনিক ? একটু থামুন-কথা আছে।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ আগস্ট, ২০১৩, ১১:১৮:২৯ সকাল
গত পরশু দেখছেন - পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানের ঘটনা।
ঐশী ইয়াবা আসক্ত ছিল। নেশা করে গভীর রাতে বাসায় ফিরত। কখনো ছেলে , মেয়ে বন্ধুদের সাথে রাত কাটাতো।
এটা কোনো বিচ্ছিন ঘটনা নয়। এটা বর্তমান সমাজের আসল চেহারা।এই হচ্ছে জমির চাচাদের চেতনা।
এই হচ্ছে তথাকতিত আধুনিকতার নামে সমাজ শেষ করার একটা অল্প উদাহরণ।
নামী দামী , অথবা গ্রামের বিদ্যালয়ে সন্তান যাচ্ছে , কিন্তু উদাসীন পিতা মাতা আছেন খোলা মেলা আনন্দে।
নৈতিকতা শিক্ষা দেয়া হচ্ছে না।
তাহলে তো ওই সব সন্তানরাই পিতা মাতাকে জবাই করবে।
ছেলে মেয়ে বাহিরে যাবে , অবাদে খুশি করবে।নাচ গানের জলসা করবে -- এটা নষ্ট সমাজের বিবেক হীন দের সমান অধিকারের নীতি বাক্য। মা ,বাবা ঘরে বাহিরে ,বিবাহ বহির্ভূত অন্যায় সম্পর্ক নিয়ে চেতনার মিছিলে।
এটাই হচ্ছে নারী বাদী ,অতি আধুনিকদের চেতনা। জানতে চাইলে দাত বের করে খিল খিল হেসে বলেন - আমার অনেক ছেলে বন্ধু আছে। আমার মেয়ের ও আছে।আমরা রক্ষণশীল নই ।
কিছু দিন পূর্বে পত্রিকায় দেখলাম -রাজধানীতে নিজ শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কের জের ধরে হত্যা। ছোটো বোনের স্বামীর সাথে বড় বোনের অবাধ মেলা মেশা।
আবার স্ত্রীর ছোটো বোনের সাথে বোনের স্বামীর অন্যায় জীবন যাপন।এমন কি আপন খালুর সাথে ভাগ্নির হানিমন।অনাগত অবৈধ সন্তানদের লাশ ডাস্টবিনে। অনেকে নিষ্পাপ ভ্রুণ হত্যা করে। এটা কিসের আলামত ?
পিতা মাতা হয়েছেন বলেই কি দায়ভার শেষ। আজ যেসব পিতা মাতা বন্ধুদের সাথে যা খুশি করে যাচ্ছেন , সেটা আপনার সন্তান দেখছে , শিখছে।
কাল সে আপনার নাগালের বাহিরে চলে যাবে। আঙ্গুল চুষে আধুনিক হউন।খুনি, ধর্ষিতা,ধর্ষক তৈরী করেন। এমন চেতনার মুখে তুতু দেই।
ধিক্কার ওদের সন্তানদের , তাদের পিতা মাতাকে।
বিষয়: বিবিধ
২৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন