আসিফ মহীউদ্দিন ইন এন্ড আউট নাটকের মধ্যে ফারাবী কই ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ আগস্ট, ২০১৩, ০৪:৩০:৩১ বিকাল

আবারও জামিন পেয়েছেন বিতর্কিত ব্লগার আসিফ মহীউদ্দিন। তথ্য প্রযুক্তি আইনের মামলায় তাকে এক মাসের জামিন দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। আসিফের আইনজীবী ব্যারিস্টার জ্যর্তিময় বড়ুয়া চলতি বছরের শুরুতে এই ব্লগারের ওপর হামলা ও তার হাসপাতালে চিকিৎসাধীন থাকার নথিপত্র জমা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জহুরুল হক শর্ত সাপেক্ষে এক মাসের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। যদিও এর আগে জামিনের শর্ত ভাঙার কারণে আসিফের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান

এর পূর্বে আসিফকে গ্রেফতার করে রিমান্ড নেয়া হলো , কিন্তু রিমান্ডে কি লাউ না কদু উদ্ধার হলো জানা গেলো না !!!

সেই সাথে অন্য সব ধর্মদ্রুহী কতিত ব্লগার জামাই আদরে রেখে এই ওয়াশ করে জাতিকে বোকা বানিয়ে দিল সরকার।

কিন্তু শুধু একটি স্টাটাস লিখার কারণে ফারাবিকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এরেস্ট, রিমান্ড হয়েছিল।

কিন্তু আজ মুক্তি পাচ্ছে না ফারাবী --- আহারে আইন , কি যে রঙ্গ তামশা !!!

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File