মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ জুলাই, ২০১৩, ০২:০১:৫৩ দুপুর
মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের এক নাগরিক আবদুল্লাহ আল রুকি।
তিনি সারা জীবনে যা সঞ্চয় করেছিলেন ২০ হাজার রিয়েল তার পুরোটাই শেষ করে ফেলেছেন মাহবুবের চিকিৎসা করাতে। এক পর্যায়ে জমানো অর্থ ফুরিয়ে যাওয়ায় তিনি ৩০ হাজার রিয়াল ঋণ করেন।
আল রুকি এ বিষয়ে অনলাইন এমিরেটস emirates247.com news এ বলেন, দু’টি অপারেশনের পর মাহবুবের এখন অনেক ওষুধ ও অন্যান্য জিনিসপত্রের দরকার। এখনও ঋণ করে এবং এর ওর কাছ থেকে অর্থ তুলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা চালিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। মাহবুব একজন বিশ্বাসী। তার প্রতি আমার নৈতিক দায়িত্ব রয়েছে। আমার বিবেক আমাকে সেই দায় এড়িয়ে যেতে সায় দেয় নি। সারা জীবন যা আমি সঞ্চয় করেছিলাম তার সবই তার পিছনে খরচ করেছি।
http://www.emirates247.com/news/region/saudi-uses-life-savings-borrows-to-save-ill-expat-2013-07-27-1.515638 ----------
এতে বলা হয়, মাহবুব আল আলম সৌদি আরব গিয়েছিলেন পবিত্র হজ পালন করতে। তখনই তাকে অবৈধ উপায়ে কাজে নিয়োগ করেন আবদুল্লাহ আল রুকি। কাজে নিয়োগের পর তিনি জানতে পারেন মাহবুবের ব্রেনে টিউমার রয়েছে। ফলে মাহবুবকে হাসপাতালে ভর্তি করেন আল রুকি। তার মাথায় দু’বার অপারেশন করা হয়। এতে এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় ৮০ হাজার রিয়েল।
বিষয়: বিবিধ
১৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন