তেতুলের রসে ভরে গেল দেশ , বিনিময়ে অন্ধকার
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ জুলাই, ২০১৩, ০৪:১৭:৫৫ বিকাল
হুজুররা ওয়াজে কত কিছু বলেন ,উদাহরণ দেন,
কিন্তু তেতুল নিয়ে এত আলোচনা !!!
জাতীয় সংসদে হাজার হাজার টাকা খরচ করে কয়েক ঘন্টা শুধু তেতুলের বক্তব্য --
আল্লামা শফীর একটি ভিডিও ওয়াজ নিয়ে তীর্যক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীকে লক্ষ্য করে তিনি বললেন-
উনার কি মা নেই? উনি কি মায়ের পেট থেকে জন্মাননি?
কিন্তু প্রধান মন্ত্রী কি ভুলে গেলেন - বিরোধী দলের নেত্রীকে বলেছিলেন কোলে উঠে ক্ষমতায় যাবার কথা ? সেটা কি শ্লীলতা হানিকর হয় ?
মুই কার হনু রে সেটা কি প্রধান মন্ত্রী ভুলে গেলেন ?
প্রথম আলোয় লিখা জমির চাচার কাহিনী কি মনে হয়নি ?
তখন ? সুশীলরা কি করলেন ? ধরা গেলো কি জমির চাচাকে ?
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. অলোক কুমারের যৌন কেলেঙ্কারি , গত ১৪ জানুয়ারি ক্যান্টনমেন্টের আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তারকচন্দ্র মণ্ডল, সূত্রাপুর সেন্ট্রাল গার্লস স্কুলের বাণিজ্য শাখার শিক্ষক বাসুদেব কুমার রায় -- এরা বহু নিরীহ ছাত্রীদের ধর্ষণ করলো , কমল মতি ছাত্রীদের জীবন শেষ করে দিল --- এই সব কি বিচারের বাহিরে চলে গেল ? নারীবাদীরা কি এই সব দেখেন না ?
জাতীয় ইস্যু কী তেতুল বক্তব্য কারণে জাতির সামনে থেকে উদাও হয়ে যাবে --
ডেসটিনি , বিসমিল্লাহ গ্রুপ , মন্ত্রী ফারুক খানের সামিট গ্রুপ, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হুসেনের সাকোর বিশাল দুর্নীতি তেতুলের চিপা চিপিতে গায়েব ?
পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ক্ষমতাসীনরা দিশেহারা ?
এই তেতুল বক্তব্য কি ৫ /৬ মে ২০১৩ এর গণহত্যা কে ঢেকে ফেলল ?
তাহলে কি হলমার্ক কেলেংকারী আলোচনার টেবিল থেকে চলে গেল ?
স্বরাষ্টমন্ত্রী মখা আলমগীরের যাকুনি মন্তব্য কি রেশমা নাটকে বিলীন ?
রাবিশ , বোগাস শব্ধ কি পদ্মা সেতুর কাহিনী শেষ করে নিলো ?
প্রতিদিন নারী , ছাত্রী ধর্ষণ , ধর্ষক পরিমল, ধর্ষক চন্দনদের কথা বাতাসে বিলীন ?
মা , মেয়েকে থানায় আটকে রেখে দৈহিক নির্যাতন, ধর্ষণ মনে পড়ে না ?
ডিবি কর্মকর্তার কোটি টাকায় আসামী নির্যাতন , মুক্তি কি তাহলে শেষ ?
সরকারী বাহিনীর হাতে শত শত নিরীহ মানুষ গুম , হত্যা , পঙ্গু কি তাহলে উধাও ?
ইসলামী বিশ্ব বিদালয়ে ছাত্রলীগের ছুড়া এসিডে দগ্ধ শিক্ষকদের কথা কি মন থেকে মুছে গেল ?
লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে চুপ ?
কুইক রেন্টাল লুটপাট , সাভারের রানা প্লাজা, পুজি বাজারের হাজার কোটি টাকার কাহিনী শেষ ?
হত্যা, গুম, জেল, নির্যাতন ও স্বাধীন মতামত প্রকাশের নাগরিক অধিকার নিয়ে কোনো কথা কি আর হবে না ?
রাষ্ট্রীয় সংস্থাগুলো এখন বাণিজ্যিক কারণেও নাগরিকের ওপর নির্যাতন চালাচ্ছে। রিমান্ডের পর রিমান্ড । সেটা নিয়ে আর আলোচনা কি তাহলে শেষ ?
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট পর্যন্ত সর্বত্র প্রকাশ্য গুলাগুলির চিত্র কি আর আলোচিত হবে না ?
এমসি কলেজের ছাত্রবাস পুড়িয়ে দেয়া কি তাহলে বিচারের বাহিরে ?
কোটার নামে মেধা মূল্যায়নের বৈষম্যের বিরুদ্ধে যারা নির্যাতিত তাদের পক্ষে কি লিখা হবে না ?
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত জনগনের কথা হবে না ?
ট্রানজিট , নৌবন্দর ভারতের সাথে গোপন চুক্তি নিয়ে আর কথা হবে না ?
তাপবিদ্যুত্ কেন্দ্র স্থাপনের চুক্তি করে বাংলাদেশ ও ভারত যৌথভাবে সুন্দরবন ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে। গোপন চুক্তি নিয়ে আর কথা হবে না ?
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বেফাঁস মন্তব্যের জন্য মশহুর। নিজ দলেই তিনি মহা বিড়ম্বনার কারণ। তার রাবিশ, বোগাস ও ননসেন্স প্রভৃতি মন্তব্য সারা দেশেই তুলেছিল আলোচনা ও কৌতুকের ঝড়। আজ আর মনে হয় না ?
রেলের আধুনিক কালো বিড়াল কি তাহলে ধব ধবে সাদা হয়ে যাবে ?
দুর্নীতিবাজদের বিচার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বন্ধ মিডিয়াগুলো খুলে দেয়া হবে না ?
জাতির মনের দগদগে ঘা শুকানোর আগেই এক এক টা নিত্য নতুন কাহিনী দিয়ে যাচ্ছে সরকার , আর আমরা জনগণ লাফাচ্ছি তো লাফাচ্ছি ,
আসলে কি আমরা বোকা ?
নাকি সরকার আমাদের বোকা করে মানসিক পঙ্গু করে দিচ্ছে ,
একবার বুকে হাত দিয়ে আবেগের উর্ধে রেখে নিজেকে প্রশ্ন করুন ....
বিষয়: বিবিধ
৪০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন