চাইলেই আমরা পারবো , শুরু হোক আজ থেকে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১১ জুলাই, ২০১৩, ০৪:৫৪:২৬ রাত



বিত্তবানদের ইফতার মানেই রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোর বাহারি আয়োজন।

পাঁচ তারকা হোটেল এবারের বুফে ইফতারের দাম রাখা হয়েছে ৪৫০০ টাকা।

প্রতিটি পার্সেল বক্সের দাম রাখা হয়েছে ২৪০০ - ১২১৫ টাকা।

এর মধ্যে অনন্য সাধারণ হোটেল এবারের বুফে ইফতারের দাম রাখা হয়েছে ১০০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত ।

কিন্তু আমরা কি জানি না , আমাদের আশে পাশে হাজার হাজার রোজাদার ভাই , বোনেরা সামান্য পানি , আর হয়ত এক টুকরো বিস্কুট , সামান্য ভাত দিয়ে ইফতার করেন ...

আমরা কি তাদের জন্যে একটু হলেও পারি না , আমাদের এই বাহারি আয়োজন থেকে তাদের জন্যে কিছুটা করতে ?

কি করে আমরা পারি তাদের ছেড়ে এই সব শতাধিক পদের দেশী-বিদেশী সুস্বাদু খাবার খেতে !!

সামান্য চেষ্টা করলে আমরা ও পারি , আমাদের গরিব রোজাদার ভাই , বোনদের ইফতার করাতে ......

তাদের জন্যে কিছু করতে পারলে , সামাজিক দায় একটু হলেও পালন করা হবে , সেই সাথে আমাদের ধর্মীয় দায় পালিত হবে , --- আর তাই যদি হয় , তবে মানবতার জয় হবে অন্তত কিছু দিনের জন্যে --- একজন থেকে শুরু হলে হাজার জনকে আমরা পারবো

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File