স্বাধীনতার পর পুলিশ ও রক্ষীবাহিনীর বৃষ্টি মতো গুলিএবং হাসানুল হক ইনুর রাজনীতি
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ জুন, ২০১৩, ০২:২১:২৪ দুপুর
১৯৭৪ সালের ১৭ মার্চএই তারিখে এদেশের রাজনৈতিক ইতিহাসে সৃষ্টি হয় এক কালো অধ্যায়।
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মসূচিতে এদিন পুলিশ ও রক্ষীবাহিনী বৃষ্টির মতো গুলি চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করে। এতে জাসদ সম্পাদক আ স ম আবদুর রবসহ দুই শতাধিক বিক্ষোভকারী গুরুতর আহত হয়। পুলিশ ও রক্ষীবাহিনী নিহত অধিকাংশের লাশ গুম করে।মানুষের অধিকারকে এই ১৭ মার্চ রাজপথে লাঞ্চিত করা হয় সভা শেষে সন্ধ্যায় স্মারকলিপি প্রদানের জন্য মেজর এম এ জলিল ও আসম আবদুর রবের নেতৃত্বে একটি মিছিল স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর বাসবভনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু মিছিলটি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছলে রক্ষীবাহিনী ও পুলিশ মিছিলকারীদের ওপর মুহুর্তের মধ্যেনির্বিচারে গুলি চালায়।এক টানা প্রায় একঘণ্টা যাবত্ চলে এ বেপরোয়া গুলি বর্ষণের ঘটনা। এসময় পুলিশ জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর - এম এ জলিল, সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব, মহিলা সম্পাদিকা মমতাজ বেগম এবং জাসদ সমর্থিত কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনুসহ বেশ ক’জনকে গ্রেফতার করে।
এদিন রাতে আওয়ামী লীগের বাহিনী জাসদের মুখপত্র "দৈনিক গণকণ্ঠের" অফিসে ব্যাপক ভাঙচুর চালায় আগুন লাগিয়ে দেয় ।শেষ রাতে পুলিশ ও রক্ষীবাহিনী গণকণ্ঠ অফিসে তল্লাশি চালায় ও ছাপার জন্য তৈরি কপি, সিলোফিন প্রভৃতি আটক করে। ফলে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
পর দিন ১৮ মার্চ পুলিশ দৈনিক গণকণ্ঠ সম্পাদক আল মাহমুদকে তার বাসভবন থেকে গ্রেফতার করে।
বিষয়: বিবিধ
১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন