কেউ ক্ষমা করে না , করবে না , ইতিহাস তাই বলে
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ জুন, ২০১৩, ০৪:৩৩:৫৩ বিকাল
রাজনীতিবিদদের আজকাল যেন মনে হয় মাথায় কাজ করে না, ঝিম ধরে থাকে। চারটি সিটি নির্বাচনের মাধ্যমে জনতার মনের হাহাকার প্রকাশিত হয়ে গেল ।
বিশ্বজিতেরা কথা বললো - নিরবে ভোটের মাধ্যমে । পুজিবাজারের কোটি জনতার টাকা লুটপাটের জবাব দেয়ে হয়ে গেল তাই নয় কি ?
লিমনের মত হাজার হাজার পঙ্গু তাদের মনের কষ্টের জবাব দিলো ভোটের মাধ্যমে।
নির্যাতিতরা কথা বলতে পারেনা রিমান্ডের ভয়ে - কিন্তু জবাব দিলো ভোটের মাধ্যমে।
মহিলা হোস্টেলে রাতের বেলা আক্রান্তরা কথা বললো - নিরবে ভোটের মাধ্যমে ।
প্রকাশ্যে নির্যাতন ছাড়াও আইনের অপব্যবহারের মাধ্যমেও সরকারবিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের চরমভাবে হয়রানি করা হচ্ছে। আদালত থেকে জামিন লাভের পর মুক্তি পেয়ে বেরুলেই জেলগেট থেকে আবার আটক করছে পুলিশ। জড়ানো হচ্ছে নতুন মামলায়। তারা আজ লোকানো কষ্টের জবাব দিলো ভোটের মাধ্যমে।
সরকারের আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতাকে উপেক্ষা করে নিজেদের ক্ষমতা রক্ষার অপপ্রয়াস।কথা বললো - নিরবে ভোটের মাধ্যমে ।
রাতের আধারের গণহত্যার লোকানো কষ্টের জবাব দিলো ভোটের মাধ্যমে।
এমসি কলেজ সহ অন্য সব শিক্ষা প্রতিষ্টানের পুড়ানোর জবাব এলো নিরবে ভোটের মাধ্যমে ।
নিহত নিরীহ গরিব মেধাবী ছাত্র আবু বকরেরা লোকানো কষ্টের জবাব দিলো ভোটের মাধ্যমে।
সকল ক্ষমতাসীনরা কি এই সব বুজবেন ? আর না বুজলে জনতা ঠিকই একদিন ছুড়ে ফেলে দেবে এমন করে .............
বিষয়: বিবিধ
১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন