খাঁটি বাচাল কি তাহলে !!!!

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ মে, ২০১৩, ১০:৪৫:৪৬ রাত



স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এক জমজমাট বাকযুদ্ধে জড়িয়েছেন। আজ রাত সাড়ে আটটায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তাদের এ বাকযুদ্ধ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ওই টেলিভিশনের স্টুডিওতে এবং অপরজন স্কাইপের মাধ্যমে আলোচনায় অংশ নেন। আলোচনায় সভা-সমাবেশ বন্ধের ব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ব্যরিস্টার মাহবুব বলেন, আপনি সংবিধান লঙ্ঘন করেছেন।ব্যারিস্টার খোকন বলেন, আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করেছেন। মানুষ হত্যা করেছেন। মাঝপথে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আপনারা আইনজ্ঞ। জ্ঞানপাপী। আপনারা আইন অমান্য করেছেন।

এরপর মাহবুব উদ্দিন খোকন বর্তমান সরকারের দুর্নীতির খতিয়ান দেয়া শুরু করেন। তিনি পদ্মা সেতু, হলমার্ক, ডেসটিনি, , খুন , গুম , হত্যা , শেয়ারবাজারসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করতে শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বার বার বলতে থাকেন, আজকের আলোচনায় মুখ্য আলোচক আমি। তাই আমি এসব বাচাল অভিযোগ শোনার জন্য আসিনি।

আহারে কি আশ্চর্য !!! বাচাল বলতে কি তাই !!!!

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File