একমাস বাংলাদেশের সংবিধান অচল ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৯ মে, ২০১৩, ০৫:৩৭:১১ বিকাল

আগামী একমাস সভা-সমাবেশ করতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মহি উদ্দিন খান আলমগীর । ১৯ মে ২০১৩ রোববার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের এ জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “যারা সমাবেশের অনুমতি চাচ্ছেন কিংবা যাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না, তাদের মনে রাখা উচিত সংবিধানের যুক্তিসঙ্গত বিধি- নিষেধ সাপেক্ষে অনুমতি দেয়ার কথা থাকলেও আগামী একমাস কোনো দলকেই সভা সমাবেশের অনুমতি দেয়া হবে না।”

আচ্ছা মিস্টার মন্ত্রী আপনারা কি তাহলে দেশটার একক মালিক ?

সংসদের ভিতরে কি শুধু সংবিধান যার যেমন ইচ্ছে তেমন নাড়া ছাড়া করে যাবেন আর জাতি হিসাবে আমরা নতুন অসংবিধানিক আইনের ভিতরে থাকবো ?

দেশে কি তাহলে এই একমাস জরুরি অবস্থা ? এটা আবার কোন ধরনের বাকশালী আইনের কাহিনী ?

নাকি আইনের অধিকার , মত প্রকাশের অধিকারের বাহিরে জাতিকে একমাস থাকতে বাধ্য করা ?

বিশ্বের এমন আজব দেশ আর কোথাও আছে কি না সন্দেহ ।

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File