মন্ত্রী আর কত বলবেন ? সব মিডিয়া কি তাহলে ভুয়া ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ মে, ২০১৩, ০৮:০৩:৫৪ রাত
স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি নিজেই ভারতে গেছেন। বালি নিজেই এ কথা বলেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি সপ্রণোদিত হয়ে ভারতে গেছেন। বালি নিজেই এ কথা বলেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন। তিনি বলেন, সাক্ষী দেওয়ার পর সেখানে তাকে শাস্তি দেয়া হয়েছে এটা বিশ্বাসযোগ্য নয়। (সূত্র - দৈনিক মানব জমিন শনিবার, ১৮ মে ২০১৩ )
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রথম পৃষ্ঠায় এ খবর প্রকাশ হয়েছে। ‘WAR CRIMES TRIAL:Witness alleges state abduction’ শিরোনামে প্রকাশিত হয় ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনুপ্রবেশের দায়ে ভারতের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এলাকা থেকে গত ২৩ ডিসেম্বর ২০১২ এক বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বসিরহাট আদালতের নথি ঘেঁটে সেখানকার আইনজীবী মোশারফ হোসেন জানান, ওই ব্যক্তির নাম সুখরঞ্জন বালা, বাবার নাম: প্রয়াত ললিত রঞ্জন বালা, গ্রাম: পাড়ারহাটি, থানা: গঙ্গারামপুর, জেলা: পিরোজপুর, বাংলাদেশ।
বাংলাদেশি সুখরঞ্জন গত ৫ নভেম্বর ২০১২ ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর লোকজন সুখরঞ্জন বালি কে অপহরণ করে এর পর ‘নিখোঁজ’ হন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুখরঞ্জন নামের এক ব্যক্তি কলকাতার দমদম কারাগারে বন্দী রয়েছেন। বাংলাদেশের ‘নিখোঁজ’ সুখরঞ্জন ও কলকাতার দমদম কারাগারের সুখরঞ্জন একই ব্যক্তি বলে ভারতের কারা কর্তৃপক্ষ, আদালতের নথিপত্র এবং আরও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে নিশ্চিত হয়েছে বিবিসি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি সুখরঞ্জন গত ৫ নভেম্বর ২০১২ ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর লোকজন সুখরঞ্জন বালি কে অপহরণ করে এর পর ‘নিখোঁজ’ হন। এবং ভারতের দম দম কারাগারে বন্দী রয়েছেন।
আল জাজিরা ও একটি রিপোর্ট প্রকাশ করেছে । Bangladesh war trial witness found in India >>>>> http://www.aljazeera.com/video/asia/2013/05/2013516232949633536.html?utm_content=automate&utm_campaign=Trial6&utm_source=NewSocialFlow&utm_term=plustweets&utm_medium=MasterAccount
বিষয়: বিবিধ
১৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন