বিশাল মার্কেট ধসে পরলেও ওই মার্কেট থেকে কাপড় বদলানো যায় -- প্রমান আমাদের রেশমা !!!
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৩ মে, ২০১৩, ০৬:৪৯:৫৯ সন্ধ্যা
রেশমাকে মিডিয়ার সামনে এঁটে আনতে হবে এটা যে একটা কাহিনী তার প্রমান সেনা বাহিনী নিজেই করে নিল তাই নয় কি ?
একটি হুইল চেয়ারে করে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়। তার দু’পাশে ছিলেন সেনাবাহিনীর দুজন চিকিৎসক। রেশমার গায়ে ছিল অ্যাশ কালারের চাদর। তাকে মোটামুটি সজিবই লাগছিল।তবে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে যান। তিনি পানি খেতে চান। তাকে পানি খাওয়ানো হয়।
রানা প্লাজা থেকে ১৭ দিন পরে উদ্ধারকৃত রেশমার পরনে নতুন কাপড় সম্পর্কে ব্যাখ্যা দিলেন রেশমা নিজেই। বলেছেন, যখন উদ্ধারকর্মীরা তার খোঁজ পায় তখন তিনি নিজেই মার্কেটের দোকান থেকে পোশাক সংগ্রহ করেন। কারণ তার পরনের কাপড় ছিঁড়ে গিয়েছিল।
তাহলে তো আরেক ইতিহাস ঘটে গেল ? ৯ তোলা ভবন ধসে গেলেও মার্কেট ঠেলে কাপড় পরতে পারবেন কি ?
সূত্র - লিংক দেখুন --http://www.natunbarta.com/national/2013/05/13/25856/1378ca969ade0e6e8b4f11b3c112c6e8
বিষয়: বিবিধ
২১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন