আমাদের নিরীহ শ্রমিকের জীবনের মুল্য এত অল্প ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৫ এপ্রিল, ২০১৩, ১১:৫৭:৫৭ রাত
স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে । যে যাই বলুক সেটাই সত্য । ধসে পড়া ভবনে আটকা আছে এখনো অনেক।
গতকাল একজনের সাথে কথা বললাম -- ভদ্র লোক বিশেষ বাহিনীর অফিসার -- আমাকে উনি কেমন আছি জানতে চান নাই , আমি ও জানতে চাই নাই উনারা কেমন আছেন --- তার পর ও যেন উনার গলা ভারী , মনে হচ্ছিল উনি কাদতে ছিলেন ---উনার মত এত কঠিন মানুষ কাদবে সেটা চিন্তা করিনি -- তার পর ও আমাদের জাতীয় সংসদে চলে মিথ্যার হাটবাজার -- দলের নেতারা নিজের দলের নেতাকে বলতেছেন রানা তাদের দলের কেও না । স্বরাষ্ট্র মন্ত্রী বুধবার রাতে বিবিসিতে প্রচারিত সাক্ষাত্কারে মন্তব্য করেন- মৌলবাদী বিএনপির কিছু ভাড়াটে হরতাল সমর্থক সাভারের ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। মন্ত্রীর এই পরিহাসের বক্তব্যটি বেদনাদায়ক ।
- প্রেসিডেন্ট শপথ নেন লাশের উপর দাড়িয়ে -- আমাদের ভাগ্য কি এমনি ? আমাদের লাশের মুল্য কি মাত্র ৫ থেকে ২০ হাজার ? শোক বার্তা , কয়েকদিন তাল মাতাল টক শো আলোচনা ?
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন