ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ভাস্কর শ্যামল চৌধুরী , চেতনাধারীরা চুপ , কারণ হামলা তো মুল্লারা করেনি তাই ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ এপ্রিল, ২০১৩, ০৩:৩৬:৫১ দুপুর

ভাস্কর্যের শিল্পীকে যদি বিরোধী দলের কেউ কিছু বলত তাহলে এখনি কিছু বিতর্কিত চেতনাধারী রাস্তায় নেমে বলতেন দেশ মৌলবাধি হয়ে গেছে -- কিন্তু এখন চুপ কেন ?

১৬ এপ্রিল,২০১৩ বেলা ১টার দিকে জাতীয় জাদুঘরের ৯ নং গ্যালারির প্রাকৃতিক পরিবেশের ডলফিনের কাজ তৈরির দরপত্র জমা দিতে আসেন শ্যামলচৌধুরী। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায়।

এতে শ্যামল চৌধুরীর মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছেন। তিনি জাতীয় জাদুঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এখনও হামলার ভয়ে সেখান থেকে তিনি বের হতে পারছেন না।

এ সময় সেখানে ডিউটিরত পুলিশ ও জাদুঘরের নিরাপত্তা রক্ষীরা নীরব দর্শকের ভুমিকা পালন করে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরসহ অনেক গুরুত্বপূর্ণ ভাস্কর্যের শিল্পী শ্যামল চৌধুরীর ওপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন ছাত্রলীগের কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ বলেছেন, ‘শ্যামল চৌধুরীর ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঢাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার মানে ওই পর্যন্তই শেষ ?

http://www.rtnn.net//newsdetail/detail/1/1/62297#.UW0Qf8rHVR8

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File