রাষ্ট্রের গোলা বারুধের এবং অস্ত্রের হিসাব মিলতেছে না - কি ভয়ঙ্কর কথা !!!

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ এপ্রিল, ২০১৩, ০৫:১৬:১৮ বিকাল

আজকের (১৪ এপ্রিল ২০১৩ ) পত্রিকায় পড়ে অবাক হইনি ,তবে মহা বিপদ এবং সামনের দিনের ভয়াবহতা সহজে অনুমান করলাম I কারণ এই কয়েকদিনের রাষ্ট্রীয় সেবক !! পুলিশের এবং সরকার দলের হামলার দৃশ্য দেখে অনুমান করেছিলাম এমনি হবে ------- আর হলোই তাই , সরাকরের পুলিশ বিভাগ তাদের কাছে রাষ্ট্রীয় অস্ত্রের হিসাব দিতে পারতেছেন না I আমরা জানি প্রতিটা পুলিশ গুলি এবং অস্ত্র নতি ভুক্ত করে নিয়ে মাঠে নামে এবং অপারেশন শেষে নতি ভুক্ত করে জামা রাখে নির্দিষ্ঠ নিরাপত্তা লকারে বা মালখানায় ( থানার আইনি ভাষা ) I

বিরোধীদল নিধনে, গণহত্যার জন্যে সরকারের এবং সরকারের পৃষ্ট পোষকতায় সন্ত্রাসীরা সরকারী গোলাবারুধ এবং অস্ত্র নিয়ে মাঠে -- এর একটা প্রমান I

একটা রাষ্ট্রে পুলিশ বাহিনীর অস্ত্রের হিসাব মিলতেছে না এটা কিসের লক্ষণ ? আইন লঙ্গন করে যখন অস্ত্র কাজে লাগানো হয় তখন রাষ্ট্রের অস্ত্রের হিসাব মিলাতে পারে না -- প্রমান সয়ং রাষ্ট্রই বলে দিলো I

যত টুকু মনে পড়ে গত বছর ২ বার কয়েকজন পুলিশ হাজরের উপর গুলি সহ গোয়েন্দা বাহিনীর কাছে ধরা পড়ে , কিন্তু সেটার তো হিসাব আছে , অন্য সব অস্ত্র ,গুলি, বারুধ এই সব উধাও হলো কি করে ?

(সূত্র - ১৪ - এপ্রিল -২০১৩ - দৈনিক যুগান্তর রিপোর্ট I পুলিশ গোলা বারুধের হিসাব মিলাতে পারতেছে না )

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File