চাপাইনবাবগঞ্জে সহিংসতা বন্ধ করতে উদ্যোগী মানুষ

লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ০৫ মার্চ, ২০১৩, ০৬:৪৭:৫৫ সন্ধ্যা

কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানীর উদ্যোগে প্রথম শনিবার রাতে পুকুরিয়া গ্রামে তাঁর বাড়ির সামনে সর্বদলীয় সভা করেন পুকুরিয়া, বাগদীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। রোববারও একই ধরনের সভা হয় ছত্রজিৎপুর ইউনিয়নে। ছত্রজিৎপুর গোরস্থান আমবাগানে অনুষ্ঠিত সভায় শিবগঞ্জ পৌরসভা, ছত্রজিৎপুর, উজিরপুর ও নয়ালাভাঙা ইউনিয়নের ১০-১২টি গ্রামের সহস্রাধিক মানুষ উপস্থিত হন। এই সভা থেকে ৫১ সদস্যবিশিষ্ট একটি ‘ঐক্য কমিটি’ গঠন করা হয়। এই সভাগুলোর পর সংশ্লিষ্ট এলাকায় স্বস্তি ফিরে আসে।

কিন্তু শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগের মধ্যেই রোববার রাতে নতুন আলীডাঙ্গা মন্দিরের অর্ধসমাপ্ত প্রতিমার খড়-বাঁশের কাঠামোতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও সরস্বতী দেবীর প্রতিমা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর ওই মন্দিরের পাশেই গতকাল সোমবার সভা ডাকে এলাকাবাসী। সভায় ২৭ সদস্যবিশিষ্ট ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়। সভায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সব দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর (বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র) ঈমানী আলী। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আজিজুল হক, আমিনুল ইসলাম, বিএনপির আবু সাইয়ীদ, জামায়াতের সায়েদ ইসলাম, হান্নান আলী (্একটি মসজিদের ইমাম), মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গড়গড়িয়া, ডা. কুশল কুমার বাইনধা, কমল কুমার ত্রিবেদী, কার্তিক সাহা প্রমুখ।

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File