শাহাবাগে আন্দোলণকারীদের জন্য---
লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪৪:০৩ সকাল
রাজাকারদের ফাঁসির দাবী ও জামাত দল নিষিদ্ধের দাবিতে শাহাবাগে আন্দোলণকারীদের দীর্ঘ ১৭ দিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলণ দেখে অনেকে সেই আন্দোলণকে নানাভাবে কটাক্ষ করছে। কেউ বলছে লক্ষ জনতা, কেউ বলছে লোক নাই। বস্তুতঃ লক্ষ জনতা হোক আর ১শ জনতা হোক আন্দোলণ সেতো আন্দোলণ। একজন ব্যক্তি যদি কোন বিষয় নিয়ে আন্দোলণ করে সেটা মনে হয় আন্দোলণ। শুক্রবার জুম্মার নামায পর দেশে যে নৈরাজ্যর সৃষ্টি হল সেটা ক্ষমার অযোগ্য। শহীদ মিনার ভাংচুর, জাতীয় পতাকায় আগুন, সাংবাদিক পুলিশের ওপর হামলা করে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে শাহাবাগের আন্দোলণ বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে এটা দেশবাসীর কাছে পরিস্কার। ১৭ দিন ধরে চলা আন্দোলনে কোন দাঙ্গা হাঙ্গামা হল না। অথচ জুম্মার নামায পর সারা দেশে একযোগে নৈরাজ্য চলল যেভাবে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা হয়েছিল। এই ৭১ এর পরাজিত শক্তি শাহাবাগে শন্তি সমাবেশে হামলা করবে এটা পরিস্কার। তাই শাহাবাগে অবস্থানকারী প্রত্যেককে আহবান করছি আপনারা নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করুন।
ইসলামের নামে যারা দেশে অশান্তি সৃষ্টি করছে আসলে তারা কোরআনের হেফাজতকারী নয়। কোরআন প্রকৃত হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। ধর্সের দোহাই দিয়ে ধমীভীরু লোকদের বিভ্রান্ত করা হচ্ছে। সবাই সাবধান থাকবেন।
বিষয়: রাজনীতি
৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন