শাহাবাগ স্কয়ারে গেলেই কি সে আওয়ামীলীগ/বাম

লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫২:২০ সন্ধ্যা

শাহাবাগ স্কয়ারে যে জনরোষের বহিপ্রকাশ ঘটছে সেটাকে অনেকে ভিন্নখাতে প্রবহিত করার চেষ্টা করছেন মাত্র। কিন্তু মানুষ অন্ধ হলেও চোখে দেখে। এটা আওয়ামীলীগের মহাবেশ বলে অনেকে আওয়ামীলীগকে বড় করে দেখাচ্ছে নিজের অজান্তে। ঢাকা শহরে সাম্প্রতিক সময়ে এত বড় সমাবেশ কেউ দেখেছে বলে আমার জানা নেই। বড় বড় সব দলের মহাসমাবেশে প্রতি জেলা থেকে গাড়ী ভরে লোক আসে কিন্তু এই সমাবেশে দেশবাসী সেই রকম কিছু দেখেছে? না দেখেনী? তাহলে অনেকে আওয়ামীলীগের সমাবেশ বলে তাদের বড় করে দেখাচ্ছে! প্রকৃত সত্য হচ্ছে জামায়াতী ইসলাম ভেবেছিল পুলিশদের মারধোর করে দেশে যে আতংক তারা সৃষ্টি করেছিল এভাবেই সরকারের বিরুদ্ধে আন্দোলণ করে যাবে কেউ তাদের কিছু বলবে না। কিন্তু সাধারণ জনগণেরও কিন্তু শরীরে রক্ত মাংস আছে। তাদের এবার ধের্যের বাধ ভেঙ্গে গেছে। সরকার ভেবেছিল জামাত নেতাদের ফাঁসি দিলে তাঁরা বেকায়দায় পড়ে যাবে। কিন্তু ফাঁসি না দিয়ে উল্টো বিপদেই পড় গেল যেটা কিনা শাহাবাগের মাধ্যমে শুরু হয়েছে। অনেকে বাস্তবতাকে আড়াল করে শাহাবাগের আন্দোলণকে খাটো করে অবজ্ঞার চোখে দেখছে। বস্তুত: কাউকে খাটো করে দেখা ঠিক নয় তাহলে পস্তাতে হয়। সত্যকে সত্য মেনে আগামীর দিনগুলোর হিসাব করতে হয়। অনেকে ব্লগে নেতাদের মুক্তির বিষয়ে হাদিস কোরআনের ঝড় তুলছে। এটার মাধ্যমে ধর্মকে পুজির করে রাজনীতর বিষয়টা আবার প্রমাণিত হল।



বিষয়: রাজনীতি

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File