নিঃশ্বাস নিতে পারছেন জাহাঙ্গীর আলম, তখন তাঁকে দোয়া পড়তে বলি
লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ১৭ এপ্রিল, ২০১৩, ০৪:১৭:১৩ বিকাল
জামাত শিবিরের হরতালের সময় শিবির কর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে উদ্ধার সম্পর্কে বলছিলেন ঝর্না বেগম তিনি আরো বলেন ওই দিন সকালে বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় চলে আসি। দেখি, জাহাঙ্গীর আলম পড়ে আছেন। গায়ের ওড়না দিয়ে তাঁর রক্তাক্ত মাথা চেপে ধরি। খেয়াল করতে থাকি, নিঃশ্বাস আছে কি না। যখন বুঝতে পারি, নিঃশ্বাস নিতে পারছেন জাহাঙ্গীর আলম, তখন তাঁকে দোয়া পড়তে বলি। আমার কথায় তিনি দোয়া পড়তে থাকেন।’
শুধু পুলিশ কেন, পথেঘাটে এমন বর্বর হামলার শিকার মানুষকে উদ্ধারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাজশাহীর একটি বিউটি পারলারের কর্মচারী ঝর্ণা। তিনি বলেন, ‘কোনো মানুষ এভাবে আরেকজন মানুষকে মারতে পারে না। এ ঘটনার পর আমি তিন দিন ভাত খেতে পারিনি।’ তিনি বলেন, ‘জাহাঙ্গীরের মতো কারও বাবা, ভাই তো এই অবস্থার শিকার হতে পারেন।’ ঝর্ণা প্রশ্ন রাখেন, ‘যারা জনগণের নিরাপত্তা দিয়ে থাকেন, তাঁদের এমন অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? তাই মানবতার দিকটি বিবেচনায় নিয়ে সবাইকে ঘরের বাইরে বের হয়ে আসতে হবে।’
বিষয়: বিবিধ
১৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন