অনেকেই গানটিকে সহজ ভাবে নিতে পারেনি।
লিখেছেন লিখেছেন সান জোসেপ ২৫ জুলাই, ২০১৩, ০৮:২৮:১২ সকাল
কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী? গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি, তোমার যত কীর্তি কলাপ সেও তো আছে জানা, ইচ্ছে করেই মুখ খুলি না বলতে ওসব মানা, স্বামী, বাবার নাম ভাঙ্গিয়ে আর কত কাল খাবে? এবার ওদের ঘুমোতে দাও আত্মা শান্তি পাবে, তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি, খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধুলি, আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ আমি বাংলাদেশ, বৃক্ষের নাম দিয়ে কি ফলেই পরিচয়, রাজারা মিছেই কেবল কথার খৈ ফুটায়, কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়, দেবতা ফেরেস্তা সব ভুল কি তাদের হয়? অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা, নির্বাচনের আগে তোমার শতেক ছলা কলা, কখনো শান্তি প্রীতি কখনো বিক্ষোভ, আসলে তো জানি সবই সিংহাসনের লোভ, আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু বোকা সোজা, সময়ে টের পাব ঠিক আসলে কে রাজা? আমার মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ আমি বাংলাদেশ,... ........অসাধারণ সব লিরিক
এখান থেকে শুনে আসুন গানটি
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন