হতে পারব কি???
লিখেছেন লিখেছেন অকথিত ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১১:৩৮ বিকাল
আজ নেই কোন পিছুটান
আজ নেই কোন পিছুটান
আছে আকাশছোয়া অধরা স্বপ্ন
ধারন করে আমি বেঁচে আছি এখনো
হেটে চলি আনমনে,অস্তিত্বরক্ষার প্রয়োজনে
নেই কোন অবকাশ,ফিরে তাকানোর
জানি এ পথের মিলবেনা প্রান্ত
জানি এ পথের হবে না অন্ত
তবু ছুটে চলি,নিজের ছায়া যতদিন রবে
অনেকেই ছেড়ে গেছে আমায়,যাবে
তবু থামার অবকাশ নেই,চলতেই হবে
আমার এ পথ চলাতেই আনন্দ
আমার নিসঙ্গতা,একাকীপথচলা
ঘৃণ্য
জীবন যন্ত্রনায়,নিরবআমি
কোলাহল এই পৃথিবীতে
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন