শাহবাগের ফটকা গিরি
লিখেছেন লিখেছেন ধ্রুব তারু ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৪:৫২ বিকাল
''সারা মাস ছাত্র পড়ালে যেই টাকা পাই তার দিগুন তো শাহবাগে ফটকা গিরি করলেই চলে আসছে ।১৫০০শ টাকা খারাপ কি আর প্রতিদিন এমন কষ্ট ছাড়াই যদি পেতে থাকি! ''এমনটা আজ হাসতে হাসতে আমার ভাইয়ার বন্ধু বলছিল। আমরা তো শুনে অবাক। এই যে যারা শাহবাগে বসে আছে তার মধ্যে অর্ধেকেরও বেশী শুধুই টাকার জন্য জড় হয়েছে।আর বাকিরা কেউ না বুঝে আর কেউ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আল্লাহ এই অবুঝদের বুঝ দান করুণ।
বিষয়: রাজনীতি
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন