মখা'কে গ্রেফতার করুন, আমি সাক্ষ্য দিবো!!

লিখেছেন লিখেছেন খোলামেলা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩০:৪১ রাত

সবাই মরে যায়নি, পৃথিবী যেহেতু টিকে আছে তাই বিশ্বাস করতে হবে এই পৃথিবীর বুকে এখনো ভালো, নীতিবান কিছু মানুষও টিকে আছে, যারা সাধারন মানুষের বুকের ভিতর লুকিয়ে থাকা নিল বেদনা টুকু ধরতে পারেন। দেয়ালের ওপাশে থাকলেও যারা মজলুমের নিরব কান্না শুনতে পারেন! তারুন্নের মনের টান তারাই ধরতে পারেন যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা। তারাই তো বীর! তাদের নামের শুরুতেই তো বঙ্গবীর খেতাব মানায়, হুম, বঙ্গবীর কাদের সিদ্দিকি গতকাল সরকারের উদ্দেশে ঐ কথাগুলি বলেছেন যা আমি শিরোনামে লিখলাম, তিনি আরও এমন অনেক কথা বলেছেন যা একেবারে আমাদের মনের কথার সাথে মিলে যায়।

খুব অবাক হবোনা যদি এই দাবিগুলি নিয়ে তিনি গণআন্দোলনের ডাক দেন। বরং চিৎকার করে বলবো, বঙ্গবীরের দাবি মেনে নাও!! আমরা সাক্ষ্য দিচ্ছি যে তিনি একজন মুক্তিযোদ্ধা!!!

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File