মেহেরপুরের মুজিবনগরে সীমান্তে পতাকা বৈঠক।
লিখেছেন লিখেছেন এম পোলেন ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:২৯:২০ দুপুর
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দু দেশের দুই কৃষক ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা ৩ টার দিকে বাংলাদেশী কৃষক মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের দাশু শেখের ছেলে ইসমাইল হোসেন (৫০) কে ভারতের চাপড়া থানার হৃদয়পুর গ্রামের দুঃস্কৃতিকারীরা সীমান্তে মাঠে কাজ করার সময় ধরে নিয়ে যায়। এর প্রতিবাদে বাংলাদেশের সোনাপুর গ্রামের কৃষকরা ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের শামসুদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩০) কে সীমান্তবর্তি মাঠ থেকে ধরে নিয়ে এসে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মুজিবনগর ক্যাম্পে সোপর্দ করেন। এর ঘটনার জের ধরে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়। এরপর মঙ্গলবার বেলা সাড়ে ৫ টার সময় মুজিবনগর সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১০৫ এর নিকট পতাকা বৈঠকের পর তাদের ফেরৎ দেওয়া হয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন এর মুজিবনগর বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার আমির খসরু এবং ভারতের পক্ষে ৬ সদস্যের দলে নেতৃত্ব দেন চাপড়া থানার ১১৯ বিএসএফ এর হৃদয়পুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসআই রাজ কুমার পান্ডে। বর্ডাগার্ড বাংলাদেশ এর ৩৫ ব্যাটালিয়ন এর মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আমির খসরুজানান, বেলা ৫ টা ২৫ মিনিট থেকে পতাকা বৈঠক শুরু হয়ে ৫ টা ৩৫ মিনিটে শেষ হয়েছ। পরে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়।বাংলাদেশী নাগরিক ইসমাইল হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কমান্ডার জানিয়েছেন।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন