সুইডিস রেডিওর অডিওটি শুনেছেন তো ? ভয়াবহ !

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ এপ্রিল, ২০১৭, ০৮:০৭:০০ সকাল

ইন্টারনেটে ভাইরাল হওয়া র‍্যাবের ক্রস ফায়ারের সাক্ষাৎকারের অডিওটা শুনেছেন তো? এক খুবই উচ্চ পদস্ত র‍্যাব অফিসারের মুখের কথা তাঁর অজান্তে সুইডিস রেডিও রেকর্ড করে । মুল রেকর্ডটিং টি ২ ঘন্টার। এখানে রয়েছে প্রায় ৮ মিনিটের রেকর্ডিং।




র‍্যাব অফিসারের কয়েকটি মন্তব্য নিম্মরুপ :

>> তার সাধারণত হত্যার পর অস্ত্র লাশের পাশে রাখে প্রমাণ করা যায় আগে থেকেই তাঁর কাছে অস্ত্র ছিল।

>> র‍্যাব খুন করার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে (ঠাট্রা করে)

>> পুলিশ ক্রসফায়ারে দেয়ার আগে আসামীকে বলে তাকে তাঁর বন্ধুর কাছে নেয়া হবে।

>> মুল অভিযান ৩ ভাগে বিভক্ত টার্গেটকৃত ব্যাক্তিকে ধরা, খুন করটা এবং লাশ গুম করা ।

>> খুন করার সময় র‍্যাব হ্যান্ড-গ্লাভস্‌ পরে , সতর্ক থাকে যাতে কোন ব্যাজ ঘটনাস্হলে পড়ে না যায়, এবং র‍্যাবের জুতোর নীচে এজ ধরণের কাভার পরে যাতে জুতোর ছাপ না পাওয়া যায়।

>> খুনের সময় ধুমপান নিষিদ্ধ!

>> এক আসামী সম্পর্কে বলতে গিয়ে র‍্যাব অফিসার বলেন " তাঁকে উলঙ্গ করে একটি অন্ধকার রুমে ঝুলিয়ে রাখা হয়েছে। মাঝখানে একটি লাইট। তাঁর টেষ্টিকল থেকে এমন ভারী কিছু একটা ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মনে হচ্ছিল টেষ্টিকল চামড়ার ভেতর থেকে বের হয়ে যাবে।

আরো এমন সব ভয়াবহ বর্ননা ছিল যাতে যিনি রেকর্ড করেছেন তাঁকে বারবার বাহিরে যেতে হয়েছে মাথা ঘুরিয়ে যাবার কারনে।

এখন খবর পাচ্ছি। র‍্যাবের যে অফিসারের কথা রেকর্ড হয়েছে সে সিলেটে জঙ্গীদের বোমা হামলায় নিহত র‍্যাবের গোয়েন্দা প্রধান। তার সহ কর্মীরা নাকি কন্ঠ নিশ্চিত করেছে এবং মনে করা হচ্ছে তাঁকে খুন করেছে র‍্যাবই!

বিষয়: বিবিধ

১৩৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382545
০৫ এপ্রিল ২০১৭ দুপুর ০৩:৩৩
চেতনাবিলাস লিখেছেন : মন্তব্য নিষ্প্রয়োজন!!
০৬ এপ্রিল ২০১৭ সকাল ০৭:২৮
316127
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : তারপরও ও কথা বলতে হবে। আরেকজনকে জানাতে হবে।
382547
০৫ এপ্রিল ২০১৭ বিকাল ০৫:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য কখনও চাপা যায়না।
০৬ এপ্রিল ২০১৭ সকাল ০৭:২৮
316128
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : কখনোইনা!
382555
০৫ এপ্রিল ২০১৭ রাত ০৯:৪৮
হতভাগা লিখেছেন : এসব মিডিয়ার লোকদের সামনে এরকম সেনসিটিভ বিষয়ে কেন কথা বলে এরা?
০৬ এপ্রিল ২০১৭ সকাল ০৭:২৭
316126
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনি অডিওটা শুনলে প্রশ্নটা করতেন না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File