পাকিস্তান এখন নিউক্লিয়ার ট্রায়াড শক্তি-সম্পন্ন
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ জানুয়ারি, ২০১৭, ০৭:৩২:৫২ সকাল
পারমানবিক শক্তিসম্পন্ন কোন রাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র (ICBM) - কৌশলগত বোমারু বিমান এবং সাবমেরিন থেকে পারমানবিক ক্ষেপণাস্ত্র (SLBM) নিক্ষেপের ক্ষমতা অর্জন করে তখন সে রাষ্ট্রকে Nuclear Triad ক্ষমতা-সম্পন্ন বলা হয়ে থাকে।
পাকিস্তান গতকাল প্রথমবারের মত সাবমেরিন থেকে বাবর-৩ পারমানবিক ক্ষেপণাস্ত্রের সফল পরিক্ষা চালিয়ে Nuclear Triad রাস্ট্রের কাতারে যুক্ত হল।
এখন প্রশ্ন হল বিষয়টা কেন গুরুত্ব-পূর্ণ। ভারত- এবং পাকিস্তানের পারমানবিক ক্ষেপণাস্ত্রের সাইলোগুলু কোথায় আছে তা দু-পক্ষেরই জানা। কোন কারণে ভারত যদি হটাৎ পাকিস্তানের পারমানবিক সাইলো, জঙ্গী-বিমান ঘাঁটি এবং বড়-বড় শহর গুলোতে একযোগে ৫০ টি পারমানবিক বোমা ফেলে, কাউন্টার এ্যাটাকের কোন সুযোগই নেই পাকিস্তানের! কিন্তু সমুদ্রে তলে সাঁতরে বেড়ানো সাবমেরিনগলুকে ঝটিকা আক্রমনের টার্গেট করা সম্ভব নয়। এসময় শেষ কাউন্টার এ্যাটাক হিসেবে পাকিস্তানি-সাবমেরিন গুলু সমুদ্র তল থেকে পারমানবিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভারতকে ও ছাড়খার করে দিতে পারবে।
উপরোক্ত কাল্পনীক দৃশ্যটি যে-কোন দেশের জন্যই প্রযোজ্য। ভারত-পাকিস্তান আচমকা পারমানবিক যুদ্ধের ঝুঁকি কমলো। এটা অবশ্যই ভাল খবর।
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিস্তানীরা সেই ১৯৯৩/৯৪ এ ভারত যখন ৫ টা ফুটায় তখন তারা ৬ টা ফুটিয়ে এরকম বলেছিল যে - দরকার হলে ঘাস খেয়ে থাকবো , তবুও এটম বোম বানাবোই।
পাকিস্তান নিজেদের ভিতরে নিজেরা যেরকম যুদ্ধে জড়িয়ে আছে সেখানে এই ট্রায়াড তাদের নিজেদের উপরই ট্রাই করবে বলে মনে হয়।
1971 ! brother technology of 1971 and technology of 2017 are not same. The range of Pakistani or muslim missile cover every corner of India. In this field Pakistan achievement are tremendous. As part of Muslim Ummah we are proud of that and pray to almighty Allah, increase our (Muslim Ummah) prower.
They are using their weapons against their brothers!
Did you have any example that they did use this triad against Israel / India /American aircraft ?
People are getting poorer by these useless+harmful activities.
I feel ashamed of such activities , some of them are doing worthless luxuries and some of them are making destructive weapons.
Where do you see the pride of being a muslim in such activities?
তার যদি মুসলমানই হত(!) তবে কেন তারা অপর মুসলিম ভাইয়ের সাথে যুদ্ধ করছে? – সহজ ভাবে বললে বলব, মতভিন্নতা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু কারা ( অবশ্যই শয়তান ও তার চেলারা) এই মতভিন্নতাকে কাজে লাগিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে তা এ ধরনের যে কোন ঘটনা বিশ্লেষন করলে আমরা বুঝতে পরব। দুই ভাইয়ের মারামারির মাঝে তিতৃয় পক্ষে কে তা দেখলেই আমরা বুঝব সমস্যার মুল কোথায়। উদাহরন স্বরূপ বলা যায়, হযরত আলী (রাঃ) এবং উম্মুল মুমেনিন হযরত আয়েশা () মধ্যকার ঊটের যুদ্ধের কথা। --- যুদ্ধের কারন তৃতিয় পক্ষ, সাবা কিন্ত --- যুদ্ধের আগেও যেমন তারা মুসলমানদের নিকট সস্মানিত তেমনি যুদ্ধের পরেও তারা মুসলমানদের নিকট সস্মানিত। This is Islamic brotherhood.
আরেকটি উদাহরন, মুসলিম খলিফা হযরত আলী (রাঃ) ও সস্মানিত সাহাবা হযরত মুয়াবিয়ার (রাঃ) মাঝে যুদ্ধ অবস্থা, ঠিক তখন রোম সম্রাট এই সুযোগ কাজে লাগেতে চেষ্টা করলে হযরত মুয়াবিয়ার (রাঃ) রমকদের কাছে বার্তা দেয়, মুসলিম খলিফা হযরত আলী (রাঃ) আক্রমণ করলে সার্ব প্রথম আমার তরবারি তোমার বিরুদ্ধে উঠবে!!! এই হছেছ নবী করিম () এর অনুসারী সাহাবাদের অবস্থা। এই জন্যই তারা দুনীয়াকে নেতৃত দিতে পেরে ছিল। আর বর্তমান অবস্থা হল শয়তানী চক্রান্তের ফলে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের ভাল দিকটা দেখে না, দেখে শুধু খারাপ দিকটা।
লাখ লাখ মুসলমান/মানব সন্তানকে নাঙ্গা-ভুখা রেখে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র তৈরি কেন? কাদের স্বার্থে?
ভাই ঘুমায়ে ঘুমায়ে সব কিছুই পাবেন না এর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। শান্তি চাইলেই পাবেন না, এর জন্য দরকার যোগ্যতা, অত্যাধুনিক অস্ত্র। এর কোন বিকল্প নেই। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। আপনি যখন শান্তি প্রতিষ্ঠা করতে সমর্থ হবেন, অন্য সকল সমস্যা গুল দেখবেন ভোজবাজীর মত উড়ে গেছে।
I think you catch my point. Thanks
২য় বিশ্বযুদ্ধে হেরেও জাপান-জার্মানী এখন অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি ।
আফগানিস্তান , ইরাক ও পাকিস্তানে যে নিজেদের মধ্যে যুদ্ধে লেগে আছে তা মিনিমাম ২০-২৫ বছর ধরে চলছে , যা দেশের সব অবকাঠামোকে তছনছ করে দিয়েছে । গৃহযুদ্ধ বন্ধ হবার কোন সম্ভাবনা আদৈ আছে কি ?
@ আনিসুর রহমান :
আমরা এমন একটা দেশকে নিয়ে কথা বলছি যারা ঘাস খেয়ে হলেও এটম বোম বানায় । যাদের দেশের অভ্যন্তরে যুদ্ধ লেগেই আছে । তারা এই ট্রায়াড কেন বানিয়েছে যেখানে তাদের ম্যাক্সিমাম লোকই আছে এই আতন্কে । নিজেদের দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সেখানে কেউই যেতে চায় না ।
এসব আমেরিকা করলে সাজে । পাকিস্তান তো নিজেই খেতে পারে না ! নিজেদের ঘর আগে সুন্দর করে সাজানোর দরকার ট্রায়াড বানানোর চেয়ে।
মন্তব্য করতে লগইন করুন